Mohun Bagan: ডার্বির পর আবার ডার্বির প্রস্তুতি! মোহনবাগান গুছিয়ে নিতে চাইছেন হাবাস

Mohun Bagan Super Giant: ডার্বি এবং কলিঙ্গ সুপার কাপ এখন অতীত। মোহনবাগানের লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ। বিরতির পরবর্তী সূচি এখনও ঘোষণা হয়নি আইএসএলের। মোহনবাগান প্রস্তুতি শুরু করছে কাল অর্থাৎ সোমবার থেকেই। আইএসএলে শেষ তিন ম্যাচেই হেরেছে সবুজ মেরুন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানো। আইএসএলে হারের হ্যাটট্রিকের পরই কোচ বদল হয়েছে মোহনবাগানে। ফেরান্দোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসকে।

Mohun Bagan: ডার্বির পর আবার ডার্বির প্রস্তুতি! মোহনবাগান গুছিয়ে নিতে চাইছেন হাবাস
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 6:45 PM

কলকাতা: কলিঙ্গ সুপার কাপে যাত্রা শেষ মোহনবাগানের। এ মরসুমে এখনও অবধি প্রাপ্তি ডুরান্ড কাপ। কলিঙ্গ সুপার কাপেও প্রথম দুটো ম্যাচ জিতে স্বস্তিতে ছিল সবুজ মেরুনের। কিন্তু গ্রুপ থেকে সেমিফাইনালে মাত্র একটা টিমই যেত। এর জন্য ডার্বি জিততে হত মোহনবাগানকে। জাতীয় দলের খেলা রয়েছে। মোহনবাগানের একঝাঁক ফুটবলার এএফসি এশিয়ান কাপের স্কোয়াডে। গ্রুপ পর্বে ভারতের এখনও একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে সিরিয়াকে হারাতে পারলে নকআউটের সম্ভাবনাও জিইয়ে থাকবে। আপাতত যাঁরা রয়েছে তাঁদের নিয়েই ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে জিতলে তবেই সেমিফাইনালে যেতে পারত মোহনবাগান। প্রথমে গোল করে এগিয়েও গিয়েছিল তারা। প্রথমার্ধেই অবশ্য সমতা ফেরায় ইস্টবেঙ্গল। তারপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগানের কাছে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে পেনাল্টি পেয়েছিল সবুজ মেরুন। দিমিত্রি পেত্রাতোসের প্রথম স্পট কিক বাতিল করেন রেফারি। পুনরায় কিক পেত্রাতোসের। লক্ষ্য ছিল বক্সের টপ কর্নার দিয়েই জালে জড়ানো। যদিও তা পোস্টে লাগে। এগনোর সুযোগ নষ্ট হয় মোহনবাগানের। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ইস্টবেঙ্গল।

ডার্বি এবং কলিঙ্গ সুপার কাপ এখন অতীত। মোহনবাগানের লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ। বিরতির পরবর্তী সূচি এখনও ঘোষণা হয়নি আইএসএলের। মোহনবাগান প্রস্তুতি শুরু করছে কাল অর্থাৎ সোমবার থেকেই। আইএসএলে শেষ তিন ম্যাচেই হেরেছে সবুজ মেরুন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানো। আইএসএলে হারের হ্যাটট্রিকের পরই কোচ বদল হয়েছে মোহনবাগানে। ফেরান্দোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসকে।

মরসুমের শুরু থেকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন হাবাস। কলিঙ্গ সুপার কাপ ডার্বির আগে দলকে প্র্যাক্টিসও করান। যদিও পূর্ণ দায়িত্ব নেবেন এ বারই। আইএসএলে এখনও ডার্বি হয়নি। দ্বিতীয় পর্বে মোহনবাগানের প্রথম ম্যাচ ডার্বি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ৩ ফেব্রুয়ারি হতে পারে সেই ম্যাচ। ২৩ জানুয়ারি এএফসি কাপে ভারতের ম্যাচ রয়েছে। এরপরই হয়তো আইএসএলের পরবর্তী সূচি প্রকাশিত হবে। আইএসএলে হারের হ্যাটট্রিক, কলিঙ্গ সুপার কাপে গ্রুপ থেকে বিদায় ভুলে টানা দ্বিতীয় বার আইএসএল ট্রফিতেই নজর মোহনবাগানের।