Mohun Bagan: নকআউটে রয় কৃষ্ণাকে পাবে না মোহনবাগান
Roy Krishna: রয় কৃষ্ণা বেশ কয়েকদিন থেকেই বাগান জার্সিতে মাঠে নামতে পারছেন না চোটের জন্য। জানুয়ারির ২৩ তারিখ ওড়িশার বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি। তারপর থেকে মাঠের বাইরে। খেলতে পারেননি ডার্বি ম্যাচেও। এবারের লিগে ১০টি ম্যাচে ৪টি গোল করেছেন, করিয়েছেন ৪টি গোল।
পানাজি: মঙ্গলবার এফসি গোয়াকে হারিয়ে আইএসএল (ISL) টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহনবাগান (Mohun Bagan)। হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে হুয়ান ফেরান্দোর দল। যদিও এক ম্যাচ কম খেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এই অবস্থায় ধরেই নেওয়া যায়, মোহনবাগান খেলবে লিগের নকআউট পর্যায়ে। তবে একটা খারাপ খবর আছে ফেরান্দোর জন্য। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল পর্বে ফিজির (Fiji) জাতীয় দলে সুযোগ পেয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। তিনিই ফিজির অধিনায়ক। তাই আইএসএলের নকআউট পর্বে রয় কৃষ্ণাকে পাবে না মোহনবাগান। মার্চের ৮ তারিখ জাতীয় দলের শিবিরে যোগ দেবেন রয়। জানিয়েছেন ফিজি জাতীয় দলের সিইও মহম্মদ ইউসুফ।
Blessed to be given the opportunity to fly the Fijian flag again ?? @FijiFootball_ pic.twitter.com/27JhK0Kdcn
— Roy Krishna ???? (@RoyKrishna21) February 14, 2022
জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়ে খুশি রয়। নিজের টুইটার সেই কথা জানিয়েছেন বাগানের স্ট্রাইকার। করোনার জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা বেশ কিছুটা পিছিয়ে শুরু হবে মার্চে। খেলা হবে দোহায়। ফিফার (FIFA) দেওয়া সূচি অনুযায়ী মার্চের ১৭ তারিখ নিউ ক্যালিডোনিয়া, ১৮ তারিখ নিউজিল্যান্ড ও ২১ তারিখ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলা ফিজির। আইএসএলের নকআউট পরেবর সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় মার্চের ১৫ তারিখর মধ্যে ফাইনাল ম্যাচ হয় আইএসএলের। এ বারও তেমনটাই করতে হবে, কারণ মার্চের ২৩ ও ২৬ তারিখ দুটি ম্যাচ খেলবে ভারতের জাতীয় দল।
রয় কৃষ্ণা বেশ কয়েকদিন থেকেই বাগান জার্সিতে মাঠে নামতে পারছেন না চোটের জন্য। জানুয়ারির ২৩ তারিখ ওড়িশার বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি। তারপর থেকে মাঠের বাইরে। খেলতে পারেননি ডার্বি ম্যাচেও। এ বারের লিগে ১০টি ম্যাচে ৪টি গোল করেছেন, করিয়েছেন ৪টি গোল। রয় কৃষ্ণাকে ছাড়া খেলার অভ্যেস ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে মোহনবাগান। লিস্টন কোলাসো, মনবীর সিংরা তাঁর অভাব ঢেকেছেন শেষ কয়েটি ম্যাচে। তবে রয় যে বড় ম্যাচের ফুটবলার। নকআউটে তাঁর অভিজ্ঞতাকে মিস করবে সবুজ মেরুন শিবির।
আরও পড়ুন: IPL 2022: প্রত্যাশা মতো শ্রেয়সকেই নেতা বাছল কেকেআর