কলকাতা: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন মোহনবাগানের (Mohun Bagan) নতুন সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। সঙ্গে ছিলেন মোহনবাগানের নয়া সহ সভাপতি কুণাল ঘোষও। মুখ্যমন্ত্রীর হাতে ১৯১১ শিল্ডজয়ের অমর এগারো স্মারক ও সবুজ-মেরুন উত্তরীয় তুলে দেন বাগানের নয়া সচিব ও সহ সভাপতি। সম্প্রতি মোহনবাগান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটি গঠনের পরই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসেন বাগানের নতুন সচিব ও নতুন সহ সভাপতি। বাগানের নয়া সচিব মুখ্যমন্ত্রীর দরবারে যাওয়ার পর ময়দানে নানা রকম গুঞ্জন উঠতে শুরু করে যায়। কয়েক দিন আগেই বাগানের নতুন কমিটি ক্ষমতায় আসার পর বাগানের সচিব আশ্বস্ত করে বলেছিলেন, মোহনবাগানের নামের আগে এটিকে-কে সরানো যায় কিনা সে ব্যাপারে তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সোমবার দেবাশিস দত্ত নবান্নে যাওয়ার পর বিভিন্ন রকম জল্পনাই তৈরি হয়।
বাগানের নতুন সচিব দেবাশিস দত্ত বলেন, ‘একেবারেই সৌজন্য সাক্ষাৎ। নতুন কমিটি গঠিত হওয়ার পর সেখান থেকে আমি আর কুণাল ঘোষ গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। মুখ্যমন্ত্রী সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ঠিক যেমনটা আগেও করেছেন। আমাদের ক্লাব তাঁবু নতুন ভাবে সাজানোর পিছনে পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশাল বড় অবদান আছে। এখনও বেশ কয়েকটি কাজ সম্পন্ন করা বাকি আছে। আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করি, কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আমাদের ক্লাব তাঁবু উদ্বোধন করার জন্য। উনিও আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করে বলেছেন, তাঁবুর কাজ শেষ হওয়ার পর তাঁকে জানাতে।’
এ দিকে নববর্ষ উদযাপনে এ বার বিশাল আয়োজন হচ্ছে মোহনবাগানে। তার জন্য আগে ভাগে শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি। একই সঙ্গে ১২ এপ্রিল যুবভারতীতে সবুজ-মেরুনের এএফসি কাপের ম্যাচ দেখার জন্যও মুখিয়ে রয়েছে বাগান জনতা। টিকিট ইতিমধ্যেই অনলাইনে ছাড়া হয়েছে।
আরও পড়ুন: Pakistan Hockey Team: প্লেয়ারদের সঙ্গে রোজা রাখছেন পাকিস্তানের ডাচ হকি কোচও