Cristiano Ronaldo: রোনাল্ডোকে কটুক্তি, পাল্টা বিদ্রুপের শিকার, মানসিক অবসাদে ৯ বছরের মেয়ে
FIFA World Cup ; মেয়ের এই অবস্থায় নিরুপায় হয়ে মা আর্জি জানিয়েছেন, এ বার এই বিষয়টি নিয়ে জলঘোলা বন্ধ হোক। একের পর এক ব্যক্তিগত আক্রমণে মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি। মরক্কান মেয়েটির মা তার মেয়ের হয়ে ক্ষমা চেয়ে বলেন, আমার মেয়ে যা করেছে তা না বুঝে করে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি"। মেয়েটির বয়স মাত্র ৯ বছর।
রাবাত: কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2022) স্বপ্নে ইতি ঘটেছে পর্তুগালের। সেই সঙ্গেই শেষ হয়ে গিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিশ্বকাপের আশা। কাতার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখেননি পর্তুগালের (Portugal) সদ্য প্রাক্তন কোচ ফার্নান্দো স্যান্টোস। এই নিয়ে বিতর্কের সুত্রপাত হয়। বিতর্ককে সঙ্গে করেই বিশ্বকাপে এসেছিলেন সিআর সেভেন, বিশ্বকাপ থেকে বিদায়ও নিয়েছেন বিতর্ককে সঙ্গে করেই। তাঁকে নিয়ে একাধিক কটুক্তি ঘোরাফেরা করেছে। তবে মরক্কোর এক কিশোরীর রোনাল্ডোর সম্পর্কে কটুক্তি সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরপরই গঞ্জনার শিকার। তাঁর মা জানিয়েছেন, লাগাতার বিদ্রুপে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাঁর মেয়ের। কী বলছেন তাঁর মা? তুলে ধরল TV9 Bangla।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় মরোক্কার এক সমর্থক বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “বিমানবন্দর ওই দিকে রোনাল্ডো”। অর্থাৎ পর্তুগিজ সুপারস্টারকে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা দেখায় সে। তার এই পোস্টটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার এই পোস্টটির পর রোনাল্ডো ভক্তদের পাল্টা বিদ্রুপের শিকার হয় মেয়েটি। তার মা জানান, তাঁর মেয়ে এই গঞ্জনা আর সইতে পারছে না। মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তার।
মেয়ের এই অবস্থায় নিরুপায় হয়ে মা আর্জি জানিয়েছেন, এ বার এই বিষয়টি নিয়ে জলঘোলা বন্ধ হোক। একের পর এক ব্যক্তিগত আক্রমণে মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি। মরক্কান মেয়েটির মা তার মেয়ের হয়ে ক্ষমা চেয়ে বলেন, আমার মেয়ে যা করেছে তা না বুঝে করে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি”। মেয়েটির বয়স মাত্র ৯ বছর। তার মা আরও জানান, না বুঝেই জয়ের আবেগে ভেসে এই কাজ করে ফেলেছে সে। তার মানসিক অবস্থার কথা ভেবে অন্তত তাকে এ বার এ সবের থেকে মুক্তি দেওয়া হোক।