AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan Transfer News: লা লিগার বড় প্লেয়ার, স্প্যানিশ ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান!

Clifford Miranda-MBSG: ডুরান্ড কাপে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে সমর্থকদের কাছে দারুণ খবর। মোহনবাগানে আসছেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে।

Mohun Bagan Transfer News: লা লিগার বড় প্লেয়ার, স্প্যানিশ ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 9:25 PM
Share

কলকাতা লিগ মরসুম শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান সিনিয়র দল মরসুম শুরু করছে আগামি কাল। ডুরান্ড কাপে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে সমর্থকদের কাছে দারুণ খবর। মোহনবাগানে আসছেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। সরকারি ঘোষণা যদিও হয়নি। বিশেষ সূত্রে খবর, এই স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন মোহনবাগানের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

স্পেনের এই সেন্টারব্যাক কেরিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন দেশের ক্লাবেই। স্টপারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। এ মরসুমে তিনি ফ্রি-প্লেয়ার ছিলেন। তার আগে খেলেছেন সাইপ্রাসের ক্লাবে। স্পেনের নামি তিন  ক্লাব মায়োর্কা, গ্রানাডা এফসি, কাদিস ফুটবল ক্লাবে দীর্ঘ সময় খেলেছেন। লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলেছেন ২০০-র বেশি ম্যাচ। লা লিগা প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আধডজন ম্যাচ।

শুধু তাই নয়, কোপা ডেল রে এবং ইউরোপিয় মঞ্চেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ইউরোপা লিগে ১২টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গোল করার দক্ষতাও রয়েছে তাঁর। ক্লাব কেরিয়ারে প্রায় ৫০০-র কাছাকাছি ম্যাচ খেলেছেন, রয়েছে ২২টি গোল। অ্যাপলন লিমাসন ক্লাবে খেলার সময় এভার্টনের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ম্যাচ খেলেছিলেন হেক্টর। এভার্টনের বিরুদ্ধে শেষ মুহূর্তে হেক্টরের গোলে ড্র করে অ্যাপলন। এভার্টনের হয়ে গোল করেছিলেন ইংল্যান্ডের কিংদন্তি ফুটবলার ওয়েন রুনি। আর একটি গোল ভ্লাসিচের। সার্দিনেরোর গোলে এগিয়ে ছিল অ্যাপলন। সেখান থেকে রুনিদের বিরুদ্ধে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়া। ১০ জনে হয়ে পড়েছিল অ্যাপলন। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে গোল করে হার বাঁচান হেক্টর।