Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neymar : ‘তোমাকে ছাড়া কল্পনাও করতে পারি না’, ঠকানোর অভিযোগ, বান্ধবীর কাছে প্রকাশ্যে ক্ষমা নেইমারের!

কেন হঠাৎ এমন প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার? কাতার বিশ্বকাপের অনেক আগে থেকেই ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে আলাপ ব্রাজিলিয়ান তারকার। ধীরে ধীরে তা প্রেমে বদলে যায়।

Neymar : 'তোমাকে ছাড়া কল্পনাও করতে পারি না', ঠকানোর অভিযোগ, বান্ধবীর কাছে প্রকাশ্যে ক্ষমা নেইমারের!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 2:50 PM

সাও পাওলো: প্রেম, পরিণতি, বিচ্ছেদ! এমন ঘটনা অহরহ ঘটছে দুনিয়ায়। ‘মুভ অন’ বলে অনেকে দায় এড়াতে চান। ভুলে যেতে চান অতীত। কিংবা, নিজেকে সান্ত্বনা দেন। অনেকে আবার উল্টো পথেও হাঁটেন। তারকা হলে সাধারণত, ব্যক্তিগত জীবন ঘিরে থাকা বিতর্ক সম্পর্কে যতটা সম্ভব নীরব থাকার চেষ্টাই করেন। যাতে বিতর্ক আর না বাড়ে। অগণিত ভক্তরা ভুল না বোঝেন। ইমেজ খারাপ না হয়। কিন্তু কেউ কেউ এ সব তোয়াক্কাও করেন না। তাঁরা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নেন ভুল। ফুটবল দুনিয়ায় অসংখ্য তারকা প্রেমে পড়েন। সময় ঘুরতে না ঘুরতে সেই সম্পর্ক ভেঙেও যায়। কিন্তু নেইমারের (Neymar) মতো কেউ কেউ নিজের ভুলও স্বীকার করে নেন। ব্রাজিলের সুপারস্টার তাতে যে বিতর্ক মেটাতে পেরেছেন তা নয়। অনেকেই তাঁকে এ নিয়ে ফেলেছে প্রশ্নের মুখে। ইন্সটাগ্রাম পোস্টে বান্ধবীর উদ্দেশে কী বললেন নেইমার? তুলে ধরল TV9 Bangla Sports এই প্রতিবেদনে।

ইন্সটা পোস্টে নেইমার লিখেছেন, ‘আমি ভুল করেছি। আমি তোমার সঙ্গে যা করেছি, সেটা ভুল। আরও একধাপ এগিয়ে যদি বলি, আমি রোজই ভুল করি। মাঠে ভুল করে, মাঠের বাইরে ভুল করি। কিন্তু ব্যক্তিগত জীবনে, পরিবারের ক্ষেত্রে আমি যে যে ভুল করি, সেই সব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি।’

কেন হঠাৎ এমন প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার? কাতার বিশ্বকাপের অনেক আগে থেকেই ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে আলাপ ব্রাজিলিয়ান তারকার। ধীরে ধীরে তা প্রেমে বদলে যায়। তারপর এই জুটিকে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে। তাঁরা ডেট করতে শুরু করেছিলেন। তারই মধ্যে খবর পাওয়া যায়, ফ্যাশন মডেল বিয়ানকার্ডি অন্তঃসত্ত্বা। তার পর থেকেই কি সম্পর্কে চিড় ধরেছিল? এক ব্রাজিলিয়ান ব্লগার ফের্নান্দা কাম্পোস কয়েক দিন আগে নেইমারের বিরুদ্ধে ঠকানোর অভিযোগ আনেন। কাম্পোসের মন্তব্য ছিল, ১২ জুন ব্রাজিলিয়ান ভ্যালেন্টাইস ডে-তেও নেইমার ও বিয়ানকার্ডিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ঘনিষ্ঠ সম্পর্কই কাটিয়েছেন সেই সময়।

View this post on Instagram

A post shared by NJ ?? (@neymarjr)

পিএসজির তারকা ফুটবলার লিখেছেন, ‘এই রকম একটা ভুল আমার জীবনের বিশেষ এক মানুষকে ভীষণ ভাবে আহত করেছে। কেমন মেয়ে সঙ্গে আমার জীবন কাটবে, পাশে থাকবে, এই স্বপ্নকে পূরণ করেছিল সে। ও আমার বাচ্চার মা হতে চলেছে। মাতৃত্বকালীন পরিস্থিতিতে এমনটা হওয়া উচিত ছিল না। ব্রু, আমি ইতিমধ্যে আমি ক্ষমা চেয়েছি তোমার কাছে। তার পরও মনে হচ্ছে, এটা প্রকাশ্যে আনা উচিত।’

নেইমার নিজের ভুল স্বীকার করে বারবার ফোন করেছিলেন বিয়ানকার্ডিকে। কিন্তু তিনি ফোন ধরেননি। উত্তর দেননি কোনও টেক্সটের। যা নিতে না পেরেই হয়তো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান মহাতারকা। নেইমার লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি কল্পনাই করতে পারি না। আমি জানি না যা করছি, কাজে লাগবে কিনা। কিন্তু চেষ্টা আমাকে করতেই হত।’