Neymar: ফরাসি লিগের থেকে সৌদি লিগ ভালো, কেন বললেন নেইমার?
পিএসজিতে সুখের সময় কাটেনি নেইমারের। ছ'বছর খেলেছেন ওই ক্লাবে। বেশিরভাগ সময় চোটে কাটাতে হয়েছে তাঁকে। সাফল্য পেয়েছেন ঠিকই, কিন্তু নিজেকে ছাপিয়ে যেতে পারেননি। যেটা করতে পেরেছিলেন বার্সেলোনায়।

রিয়াধ: ফরাসি লিগ (Ligue 1) নিয়ে কটাক্ষ কম নেই। কেউ কেউ বলেন ‘চাষীদের লিগ’। ফুটবলের মান তেমন উন্নত নয় বলে অনেকেই মুখ ফিরিয়ে থাকেন এই লিগ থেকে। যতটা চর্চা ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা (La Liga) নিয়ে রয়েছে, ততটা নেই ফরাসি লিগ নিয়ে। এ বার সমালোচকদের তালিকায় ব্রাজিলের এক নামী মুখও। যিনি কয়েকটা মরসুম কাটিয়েছেন ফরাসি লিগে। প্যারিস সাঁজা ক্লাব হিসেবে বড় হলেও প্রতিপক্ষের মান তেমন ভালো নয় বলে লিগ নিয়ে আগ্রহ নেই। বড় লিগগুলোর পাশে দাঁড়াতে পারছে না। ফরাসি লিগকে প্রচারের আলোয় আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছে ওই দেশের ফেডারেশনের তরফে। নেইমার (Neymar), লিওনেল মেসির মতো ফুটবলার পর্যন্ত খেলেছেন। কিলিয়ান এমবাপে এখনও খেলছেন পিএসজিতে। তার পরও কেন ফরাসি লিগের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেইমার? TV9Bangla Sports এ বিস্তারিত।
প্রাক বিশ্বকাপের ম্য়াচ খেলার জন্য এই মুহূর্তে ব্রাজিল টিমে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলের তারকা ফুটবলার সদ্য পিএসজি থেকে যোগ দিয়েছেন সৌদি লিগের টিম আল হিলালে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিবেশি নেইমার। ক্লাবের হয়ে কয়েকটা ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। সৌদির লিগ কেমন? কতটা পিছিয়ে রয়েছে ইউরোপের নামী লিগগুলো থেকে? নেইমার প্রেস মিটে মজা করে বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, ফুটবলটা ওখানেও একই রকম। গোল একটা বল রয়েছে, গোল করতে হয়। এখন সৌদি লিগে যারা যারা খেলছে, তাদের ধরলে কিন্তু ফরাসি লিগের থেকে ভালো বলতে হবে।’
পিএসজিতে সুখের সময় কাটেনি নেইমারের। ছ’বছর খেলেছেন ওই ক্লাবে। বেশিরভাগ সময় চোটে কাটাতে হয়েছে তাঁকে। সাফল্য পেয়েছেন ঠিকই, কিন্তু নিজেকে ছাপিয়ে যেতে পারেননি। যেটা করতে পেরেছিলেন বার্সেলোনায়। সদ্য় এক ইন্টারভিউতে নেইমার পরিষ্কার বলেছিলেন, পিএসজিতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাঁকে ও মেসিকে। সেই কারণেই সৌদি লিগে পা দিয়েছেন নেইমার। রোনাল্ডো, করিম বেঞ্জেমা, এনগোলো কান্তেরা সৌদি লিগে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করে দিয়েছেন। নেইমারও সেই দলের অন্যতম ফুটবলার। আল হিলালের তাঁর খেলা দেখার জন্য মাঠে ভিড় করছে লোকে। নেইমার কিন্তু সব মিলিয়ে উপভোগ করছেন সৌদিতে খেলা।





