হার, ড্র-কে কাল জয়ে বদলাতে চান হাবাস

sushovan mukherjee

sushovan mukherjee | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 20, 2021 | 6:22 PM

১১ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে দু নম্বরে আছে এটিকে মোহনবাগান।

হার, ড্র-কে কাল জয়ে বদলাতে চান হাবাস
জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান। ছবি-টুইটার।

গোয়া: লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের কাছে হার। তারপর গোয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র। দু ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করে কিছুটা হলেও চাপে এটিকে মোহনবাগান। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে পয়েন্টের ফারাক পাঁচ। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া। এই অবস্থায় বৃহস্পতিবার ফতোরদায় সবুজ-মেরুনের সামনে চেন্নাইয়িন এফসি। বলাই যায় বর্তমান পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের কাছে মাস্ট উইন গেম। চেন্নাই ম্যাচের আগে অবশ্য চাপ নিচ্ছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ হাবাস। দুবারের আইএসএল জয়ী কোচ বলছেন, ‘আমার উপর কোনও চাপ নেই। লিগে ভাল সময়ের সঙ্গে খারাপ সময়ও থাকবে। আমরা যে দুটো দলের কাছে পয়েন্ট নষ্ট করেছি, তারা দুজনেই খেতাবের দাবিদার।’

ডিফেন্স জমাট থাকলেও, আক্রমনভাগে এবার চেনা মেজাজে পাওয়া যাচ্ছে না রয় কৃষ্ণাদের। আইএসএলের ১১টা ম্যাচে মাত্র ১১টা গোল করেছে সবুজ-মেরুন। গোলে শট মেরেছে মাত্র ৩৫টা। তবে নিজের আক্রমনভাগের ফুটবলারদের পাশেই দাঁড়াচ্ছেন হাবাস। স্প্যানিশ কোচের কথায়, ‘অ্যাটাক আর ডিফেন্সের মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি। আমি চাই না যে প্রচুর গোল করলাম আবার ২৫টা গোল হজমও করলাম।’

স্প্যানিশ কোচ যতই সাফাই দিন না কেন, বাস্তব ছবি বলছে রয় কৃষ্ণা আটকে গেলেই আটকে যাচ্ছে মোহনবাগান। শেষ ৫টা ম্যাচে মাত্র একটা গোল করেছেন ফিজির স্ট্রাইকার। ডেভিড উইলিয়ামসের অফ ফর্ম আরও সমস্যা বাড়িয়েছে। তবে টিম ম্যানেজমেন্টের আশা চেন্নাই ম্যাচ থেকেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে রয়-উইলিয়ামসদের।

আরও পড়ুন:যুবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেরেছিলেন শুভমন

দুই দলের মধ্যে প্রথম পর্বের ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। আগের ম্যাচে লাল-হলুদকে ১০ জনে পেয়েও হারাতে পারেনি গতবারের ফাইনালিস্টরা। সাধারণত লং বলে খেলতে পছন্দ করে চেন্নাই। সেটপিসের সময় উচ্চতাকে কাজে লাগানোর চেষ্টা করে তারা। যা উঠে গেছে হাবাসের নোটবুকে। সেই মতই স্ট্র্যাটেজি সাজাচ্ছেন স্প্যানিশ কোচ।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla