যুবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেরেছিলেন শুভমন

লকডাউনের পর শুভমন প্র্যাক্টিসে ফিরে যুবির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন নিজের ব্যাটিং নিয়ে। নেটে তাঁকে প্র্যাক্টিসও করিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

যুবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেরেছিলেন শুভমন
যুবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেরেছিলেন শুভমন
Follow Us:
| Updated on: Jan 20, 2021 | 4:19 PM

নয়াদিল্লি: পাঞ্জাবের ফিরোজপুর জেলার ছোট্ট গ্রাম চক খেড়েওয়ালা থেকে উত্থান। সেই ছেলেই এখন ভারতীয় টিমের ওপেনার। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরের মেলবোর্ন টেস্টে টিমে সুযোগ পেয়েছিলেন শুভমন গিল। তার পর আর পিছন ফিরে তাকাননি। ব্রিসবেনে ভারতের সিরিজ জয়ের টেস্টেও ৯১ রানের ইনিংস খেলেছিলেন। যা জয়ের দরজা খুলে দিয়েছিল।

ছেলেবেলা থেকে সচিন তেন্ডুলকরের ব্যাটিং দেখে বড় হয়েছেন। টিভিতে সচিনকে ব্যাট করতে দেখলে কিশোর শুভমন বসে যেতেন। বড় হয়ে যে সেই সচিনই কখনও তাঁকে টিপস দেবেন, স্বপ্নেও ভাবেননি। যেমন ভাবেননি যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটার পাশে দাঁড়াবেন তাঁর। লকডাউনের পর যখন প্র্যাক্টিসে ফিরেছেন, তখন যুবির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন নিজের ব্যাটিং নিয়ে। নেটে তাঁকে প্র্যাক্টিসও করিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। যার সুফল অস্ট্রেলিয়ায় পেয়েছেন শুভমন।

আরও পড়ুন: ছাদে অনুশীলন থেকে অস্ট্রেলিয়া, পন্থের ক্রিকেট সফর

যুবরাজ বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরের জন্য কী ভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তা নিয়ে আমরা নেটে সময় কাটিয়েছি। শর্ট বল খেলা, ভালো পেসারদের বিরুদ্ধে ডিফেন্স কেমন হওয়া উচিত, এই সবের উপর জোর দিয়েছিলাম।’

ওই সময়ই ছেলেবেলার হিরো সচিনের কথা যুবিকে বলেছিলেন শুভমন। যা নিয়ে যুবরাজ বলেছেন, ‘আমি ওকে সচিনের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলাম। সচিনও চ্যালেঞ্জিং পিচে সাফল্য পাওয়ার জন্য নিজের ডিফেন্সের উন্নতি করেছিল। ফ্রন্টফুট ডিফেন্স আর সুইং বল খেলার উপর জোর দিয়েছিলাম।’

আরও পড়ুন: ‘তুমিই পারবে’, সিডনির পরই পন্থকে বলেছিলেন কোচ তারক

অস্ট্রেলিয়া সফরে পৃথ্বী শ-র ব্যর্থতার পর টিমে সুযোগ পেয়ে ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। উচ্ছ্বসিত যুবি বলেছেন, ‘টিমে এখন ও ভালো জায়গায় আছে। ওর স্কিল ছিলই, এখন আত্মবিশ্বাসটাও পেয়ে গিয়েছে। ব্যর্থ হওয়ার ভয়টা কাটিয়ে উঠতে পেরেছে। বিশ্বের যে কোনও প্রান্তে ও সাফল্য পেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ও আরও পরিণত হয়ে উঠবে।’