ISL Playoffs: ওড়িশা বধের ছক তৈরি, বাগানে ট্রফির স্বপ্ন
Odisha FC vs ATK Mohun Bagan: যুবভারতীর ডার্বি ম্যাচে আটে-আট এখন অতীত। কিন্তু বড় ম্যাচে ইতিহাস বলে, এই ম্যাচ যে টিম জেতে, পরের ম্যাচে তারা হোঁচট খায়। আইএসএলের প্লে-অফে তেমন ঘটুক, নিশ্চিত ভাবেই চাইবেন না প্রীতম-শুভাশিসদের কোচ। আর সেই কারণেই ফেরান্দো আরও বেশি সতর্ক।

কলকাতা: স্বপ্ন ছুঁয়ে দেখতে হলে এগোতে হবে আর কয়েক ধাপ। সবুজ-মেরুন ব্রিগেড আইএসএলের ফাইনালে পা দেওয়ার জন্য মরিয়া। প্রথম বার টুর্নামেন্টের এই পর্যায়ে এসেছে ওড়িশা এফসি (Odisha FC)। তাদের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK MOHUN BAGAN)। এটিকে আর মোহনবাগান জুড়ে যাওয়ার পর এই নিয়ে মোট তিনবার টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছল হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। প্রীতম কোটালদের বিরুদ্ধে অবশ্য জিততে মরিয়া জোসেপ গম্বাউয়ের দল। কঠিন ম্যাচের আগে কে কতটা এগিয়ে, বিস্তারিত দেখে নিন TV9Bangla–য়।
নিজেদের শেষ ম্যাচে জামশেদপুরের কাছে হেরেছে ওড়িশা। এর আগে চার ম্যাচে অপ্রতিরোধ্য ছিল তারা। এই চারটির মধ্যে দুটি ম্যাচ জিতেছে, বাকি দুটি ম্যাচ ড্র করেছে তারা। দলের কোচও টুর্নামেন্টের অন্তিম পর্যায়ে পৌঁছনোর জন্য উদগ্রীব। এই ম্যাচ প্রসঙ্গে জোসেপ বলেন, “আমাদের জন্য নকআউট স্টেজে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একমাত্র জিতলেই আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছতে পারব। দলের প্রত্যেকেই ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত। এর আগে আমরা এটিকের বিরুদ্ধে দু’বার খেলেছি। একটা ড্র করেছি, অন্যটা জিতেছি । তবে সে সব ম্যাচ মাথায় রেখে নামতে পারব না। প্রতিটি ম্যাচ আলাদা। এ বার আমরা জিততে চাই।”
অন্য দিকে, এই ম্যাচ সম্পর্কে এটিকে মোহনবাগানের কোচ ফেরান্দ বলেন, “জেতার জন্য একটা টিম যে মানসিকতা নিয়ে নামে, আমরাও সে ভাবে নামব। হ্যাঁ, এটি একটি কঠিন ম্যাচ। তবে আমরা একই গেমপ্ল্যান নিয়ে মাঠে নামব। এই মুহূর্তে প্রথম একাদশে কোনও পরিবর্তন করছি না। কারণ, হঠাৎ কোনও পরিবর্তন দলে সমস্যা সৃষ্টি করে।” প্রতিপক্ষ টিমকে খুবই গুরুত্ব দিচ্ছেন হুয়ান ফেরান্দো। বাগান কোচের স্পষ্ট মন্তব্য, “এই মরসুমে ওড়িশা খুব ভালো খেলেছে। ওদের আমরা খুব ভালো করেই চিনি। সেই মতো তৈরি হয়েই মাঠে নামব।”
যুবভারতীর ডার্বি ম্যাচে আটে-আট এখন অতীত। কিন্তু বড় ম্যাচে ইতিহাস বলে, এই ম্যাচ যে টিম জেতে, পরের ম্যাচে তারা হোঁচট খায়। আইএসএলের প্লে-অফে তেমন ঘটুক, নিশ্চিত ভাবেই চাইবেন না প্রীতম-শুভাশিসদের কোচ। আর সেই কারণেই ফেরান্দো আরও বেশি সতর্ক।





