AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ম্যাসকট ‘ইভা’ প্রকাশ করল ফিফা

মেয়েদের বিশ্বকাপের ম্যাসকট (Official Mascot) প্রকাশ করল ফিফা। নারীশক্তির ইঙ্গিতবাহক এই ম্যাসকটের যার নাম ইভা।

মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ম্যাসকট 'ইভা' প্রকাশ করল ফিফা
মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ম্যাসকট 'ইভা' প্রকাশ করল ফিফা
| Edited By: | Updated on: Oct 12, 2021 | 9:21 AM
Share

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। মেয়েদের বিশ্বকাপের ম্যাসকট (Official Mascot) প্রকাশ করল ফিফা। নারীশক্তির ইঙ্গিতবাহক এই ম্যাসকটের যার নাম ইভা।

আগামী বছর ১১-৩০ অক্টোবর ভারতে হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। খাসি ভাষায় ইভার মানে হল ‘ভালো দর্শন’ কিংবা ‘সঠিক নির্বাচন’। একটি বাচ্চা সিংহের ছবির মধ্যে দিয়ে ভারতের মেয়েদের সঠিক পথে এগনোর সিদ্ধান্তকেই তুলে ধরেছে ফিফা। চিফ উওমেন্স ফুটবল অফিসার সারাই বারেমান বলেছেন, ‘ইভা ভীষণ প্রেরণাদায়ক একটা চরিত্র। এই রকম একটা ম্যাসকটের মধ্যে দিয়ে ভারতের মতো সারা বিশ্বে ফিফা একটা নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে চায়।’

এর আগে ভারতে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপ হয়েছে। করোনা না হলে অনেক আগেই মেয়েদের এই বিশ্বকাপ হয়ে যেত। অনেকেই বলছেন, এই বিশ্বকাপের মধ্যে দিয়ে ভারতে মেয়েদের মধ্যে ফুটবল আরও বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে। সারাইয়ের কথায়, ‘২০২২ সাল মেয়েদের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। ভবিষ্যতের ফুটবল তারকারা ভারতে তাদের স্কিল দেখানোর সুযোগ পাবে। তার ঠিক ন’মাস পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপ হবে। ভারত থেকেই মেয়েদের ফুটবলকে এগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।’

সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেছেন, ‘ভারতের মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শুরুর অনেক আগেই ম্যাসকট ইভার প্রকাশ নিশ্চিত ভাবেই একটা গুরুত্বপূর্ণ দিক। এর মধ্যে দিয়ে খেলার পাশাপাশি মেয়েদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা আরও প্রতিষ্ঠা পেল। এর মধ্যে দিয়েই সফল হবে মেয়েদের বিশ্বকাপ।’