মিলান: বিতর্ক ভুলে পেলেকে টপকালেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্ব ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের হিসেব মতো ৭৬৭ গোল করেছিলেন পেলে (Pele)। কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিকের পর তা টপকে গেলেন। যা নিয়ে পেলের শুভেচ্ছা বার্তাও পেয়েছেন রোনাল্ডো।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে পোর্তোর কাছে হারার পর নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল রোনাল্ডোকে। এ বার তিনি সিরি আ-তে ঘুরে দাঁড়ালেন। তারকারা এভাবেই ফিরে আসেন। সিরি আ-তে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করে রোনাল্ডো ভেঙে দিয়েছেন ফুটবল সম্রাট পেলের রেকর্ড।
পেলের রেকর্ড ভাঙার পর রোনাল্ডো ইন্সটাগ্রামে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমাকে ও পেলেকে নিয়ে লোকজন অনেক নিউজপ্রিন্ট খরচ করেছে। চুলচেরা বিশ্লেষণও করেছে। অনেকে বলেছিল, আমি পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভেঙেছি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছি। এত দিন চুপ ছিলাম, এ বার মুখ খোলার সময় এসেছে।”
রোনাল্ডোর এই পোস্ট দেখে পেলেও উত্তর দেন। ইন্সটাগ্রামে রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “জীবনে সবাইকে একাই এগোতে হয়। নিজের মতো করে লড়তে হয়। দারুণ একটা ফুটবল জীবন তুলে ধরার চেষ্টা করেছ তুমি। আর সেটা যে দারুণ, বলার অপেক্ষা রাখে না। এই কারণে তোমাকে ভালো লাগে।”
সেই সঙ্গে পেলে লিখেছেন, ”আমি তোমার খেলা দেখতে ভালোবাসি। এখানে লুকিয়ে রাখার কিছু নেই। আমার রেকর্ড ভাঙার জন্য অনেক অনেক শুভেচ্ছা। একটাই আক্ষেপ, আজ তোমাকে উষ্ণ আলিঙ্গন দিতে পারলাম না। আমাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে, তোমার প্রতি ভালোবাসা, সম্মান জানিয়ে এই ছবিটা দিলাম।”
রোনাল্ডো ছাপিয়ে গেছেন পেলেকে। কিন্তু পেলেকে নিয়ে এখনও আগের মতোই শ্রদ্ধাশীল, জানিয়েছেন সিআর সেভেন। বলেছেন, “পেলের প্রতি আমার শ্রদ্ধা সব সময় আছে, থাকবে। আজ আমি ওঁর রেকর্ড ভেঙেছি সেটা ঠিক। সরকারিভাবে ওঁর গোলের রেকর্ড ধরেছিলাম ৭৬৭। তার মধ্যে সাও পাওলোর হয়ে ৯টা ও ব্রাজিলের সেনাবাহিনীর হয়ে একটা গোল ধরেছিলাম। বর্তমানে ফুটবল এবং গোটা বিশ্ব অনেক বদলে গেছে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা নিজেদের ইচ্ছানুযায়ী ইতিহাস বদলে দেব।”
আরও পড়ুন: দি মারিয়ার বাড়িতে ভয়াবহ ডাকাতি, বন্দি পরিবার
পেলের রেকর্ড ভেঙে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রোনাল্ডো। লিখেছেন, “আজ আমি আমার পেশাদার কেরিয়ারে ৭৭০ গোলে পৌঁছেছি। প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই পেলেকে। এই বিশ্ব ফুটবলে ওঁর গোল, ওঁর খেলা এবং ওঁর কৃতিত্ব শুনে বড় হয়নি, এমন ফুটবলার খুঁজে পাওয়া যাবে না। আমিও ব্যতিক্রম নই। স্বপ্নেও ভাবিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হব।”
রোনাল্ডো তাঁর সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীদেরও ধন্যবাদ জানিয়েছেন। এই সফরে তাঁর পাশে থাকার জন্য পরিবার ও ভক্তদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি সিআর সেভেন। তবে এখানেই থামতে চান না। সামনে তাকাতে চান। পর্তুগাল ও জুভেন্তাসের হয়ে আরও রেকর্ড চান রোনাল্ডো।
আরও পড়ুন: সমালোচনার জবাব রোনাল্ডোর হ্যাটট্রিকে