সমালোচনার জবাব রোনাল্ডোর হ্যাটট্রিকে
সিরি আ (Serie A)-তে রবিবার কাগলিয়ারির (Cagliari) বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) হ্যাটট্রিকে জয় জুভেন্তাসের (Juventus)। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। সমালোচকদের এ বার যোগ্য জবাব দিলেন সিআর সেভেন। কাগলিয়ারির বিরুদ্ধে প্রথমার্ধে হ্যাটট্রিক করে, ফুটবল সম্রাট পেলের (Pele) রেকর্ড ভেঙেছেন সিআর সেভেন। নিজের রেকর্ড ভাঙার জন্য সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছাও জানিয়েছেন পেলে।
Most Read Stories