Pele Health: ক্রিসমাসের আগেই বাড়ি ফিরবেন, বলছেন পেলের মেয়ে

কেন হঠাত্‍ হাসপাতালে ভর্তি হলেন পেলে? তাঁর নতুন কোনও সমস্যা? নাকি অস্ত্রোপচারের পর ফের দেখা দিয়েছে সমস্যা?

Pele Health: ক্রিসমাসের আগেই বাড়ি ফিরবেন, বলছেন পেলের মেয়ে
Pele Health: ক্রিসমাসের আগেই বাড়ি ফিরবেন, বলছেন পেলের মেয়ে

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 09, 2021 | 6:07 PM

সাও পাওলো: বুধবার সকালে হঠাত্‍ই হাসপাতালে ভর্তি করতে হয় পেলেকে (Pele)। যা নিয়ে ফের তৈরি হয়েছিল আশঙ্কা। কোলোন থেকে অস্ত্রোপচার করে টিউমার (Tumor) বাদ দেওয়া হয়েছিল মাসখানেক আগেই। তারপর আবার কেন তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে? পেলের মেয়ে কেলি নাসিমেন্টো কিন্তু বলছেন, ক্রিসমাসের আগেই বাড়ি ফিরবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।

সাও পাওলোর যে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিত্‍সকদের টিম দেখভালের দায়িত্বে রয়েছেন পেলের। নিয়মমাফিক চিকিত্‍সার জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে, হেলথ বুলেটিনে তা বলাও হয়েছিল। সেই সঙ্গে এও বলা হয়েছিল, কেমো থেরাপি চলবে পেলের। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাজয়ী ফুটবলারের ক্যান্সার হয়েছে কিনা, সেই প্রশ্ন আবার দেখা দিয়েছে। তবে ইন্সটাগ্রামে কেলির পোস্ট আশঙ্কা অনেকটাই কমাচ্ছে। কেলি লিখেছেন, ‘দিন কয়েকের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে বাবা। দু-তিন দিনের ব্যাপার। তারপর বাড়ি ফিরে আবার ক্রিসমাস উপভোগ করতে পারবে।’

কেন হঠাত্‍ হাসপাতালে ভর্তি হলেন পেলে? তাঁর নতুন কোনও সমস্যা? নাকি অস্ত্রোপচারের পর ফের দেখা দিয়েছে সমস্যা? কেলি অবশ্য বলেছেন, ‘হঠাত্‍ করে ব্যাপারটা হয়নি। বাবাকে যে হাসপাতালে ভর্তি করা হবে, সেটা অনেক আগে থেকেই ঠিক ছিল। এটা চিকিত্‍সারই অঙ্গ।’

আরও পড়ুন: Champions League: মুলারের সমালোচনার মধ্যেও বার্সায় ‘নতুন যুগ’ শুরু করলেন জাভি