Prasanta Banerjee: শনিবার প্রকাশিত হচ্ছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী

প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ময়দানের প্রথম 'এক লাখি' ফুটবলার। সেই সময় ক্লাব ফুটবলে এই মিডফিল্ডারকে দলে নিতে সর্বাধিক এক লাখ টাকার দর উঠেছিল। একাধিক স্মরণীয় ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে।

Prasanta Banerjee: শনিবার প্রকাশিত হচ্ছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
Prasanta Banerjee: শনিবার প্রকাশিত হচ্ছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 28, 2025 | 12:32 PM

কলকাতা: শনিবার প্রকাশিত হতে চলেছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। ভারতীয় ফুটবলে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের অবদান বিশাল। এর আগে পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হতে চলেছে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। দুই মলাটে মিলবে তাঁর ফুটবল জীবনের নানা কথা। ময়দানের দলবদল থেকে শুরু করে বড় ম্যাচের উন্মাদনা, সব কাহিনি রয়েছে এই বইয়ে। আত্মজীবনীর নাম ‘মাঝমাঠের রাজপাট’। অনুলেখকের কাজ করেছেন সুপ্রিয় মুখোপাধ্যায়। প্রকাশনী সংস্থা দীপ প্রকাশন।

প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের এই আত্মজীবনী প্রকাশিত হবে বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এছাড়া রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিমকেও আমন্ত্রিত করা হয়েছে।

প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ময়দানের প্রথম ‘এক লাখি’ ফুটবলার। সেই সময় ক্লাব ফুটবলে এই মিডফিল্ডারকে দলে নিতে সর্বাধিক এক লাখ টাকার দর উঠেছিল। একাধিক স্মরণীয় ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৭৬ সালের ডার্বি তাঁর কাছে অন্যতম সেরা। আকবরের ১৭ সেকেন্ডের গোলে মোহনবাগান জিতলেও, লাল-হলুদ জার্সিতে অবিস্মরণীয় ফুটবল খেলেছিলেন প্রশান্ত। দর্শকদের বিচারে তিনিই ছিলেন ম্যাচের সেরা। ইডেন থেকে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের কাঁধে চড়ে এসেছিলেন। অজানা গল্পের সঙ্গে বিভিন্ন ছবি কোলাজ আকারে থাকছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের এই বইয়ে।