Qatar World Cup 2022: প্রকাশ্যে চুমু, মদ্যপানে নিষেধাজ্ঞা, ইংল্যান্ডের ওয়াগসদের জন্য ‘ডু’জ অ্যান্ড ডোন্টস’
কাতার বিশ্বকাপ চলাকালীন, ইংল্যান্ডের ওয়াগসদের সেখানে কী কী করা যাবে না জানেন?

দোহা: ইংল্যান্ডের (England) সংস্কৃতি আর কাতারের সংস্কৃতির মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক। তাই এ বারের বিশ্বকাপের আগে হ্যারি কেনের দলের ওয়াগসদের জন্য তৈরি হয়েছে একটি লম্বা চওড়া তালিকা। যাতে রয়েছে কাতারে বিশ্বকাপ (Qatar World Cup 2022) চলাকালীন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের কোনটা করণীয় আর কোনটা নয়। থ্রি লায়ন্সরা কাতারের কোনও নিয়ম লঙ্ঘন করলে তাঁদের জরিমানাও হবে। ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রধান হ্যারি কেন, জ্যাক গ্রিলিশদের স্ত্রী-বান্ধবীদের কাতারের কঠিন নিয়মাবলী সম্পর্কে বিশেষ ভাবে বর্ণনা করে জানিয়েছেন। জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট দ্য সানের রিপোর্ট অনুযায়ী, এক গোপন প্রেজেন্টেশেনের মাধ্যমে ইংল্যান্ডের ওয়াগসদের কাতারের নিয়মাবলীর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
কাতার বিশ্বকাপ চলাকালীন, ইংল্যান্ডের ওয়াগসদের সেখানে কী কী করা যাবে না, তা তুলে ধরল TV9Bangla।
- মহিলাদের ইচ্ছেমতো পোষাক পরা যাবে না। জনসমক্ষে শালীন পোষাক পরতে হবে। ছোট স্কার্ট পরা যাবে না। মহিলাদের কাঁধ ঢেকে রাখতে হবে।
- প্রকাশ্যে মদ্যপান করা চলবে না। কাতারে মদ খাওয়া বেআইনি।
- গালিগালাজ বা অভদ্র অঙ্গভঙ্গিও করা চলবে না। তা হলে সেই ব্যক্তিকে কারাগারে যেতে হবে।
- কাতারে উচ্চস্বরে গান বাজানো ও গান গাওয়া চলবে না।
- যখন তখন, যেখানে খুশি চিৎকার করা যাবে না।
- প্রকাশ্যে চুমু খাওয়া, পার্টনারকে জড়িয়ে ধরা এসবও কাতারে নিষিদ্ধ।
- কাতারে বিবাহের আগে যৌন সম্পর্কে লিপ্ত হওয়াও নিষিদ্ধ।
- কাতারের বেশিরভাগ বসবাসকারীরাই মুসমিল ধর্মাবলম্বী। তাই তাদের প্রতিদিনের প্রার্থনার সময় কোনও অনুপযুক্ত কাজ করা চলবে না।
- যেখানে সেখানে আবর্জনা ফেলা, কাতারে বেআইনি এবং নিষিদ্ধ। এর জন্য ৬ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং এক বছরের কারাদণ্ড হতে পারে।
- সরকারী ভবনের বাইরে সেলফি তোলা হলে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে।
আগামী ২১ নভেম্বর ইরানের বিরুদ্ধে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে।
