Champions League: লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

প্রথম লেগের ম্যাচ লিভারপুলের মাঠে ৫-২ গোলে জিতে কাজ সেরেই রেখেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার নিজেদের মাঠে বাকি কাজটা করে দিলেন বেঞ্জেমা।

Champions League: লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 1:58 PM

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩ (Champions League) এর শেষ আটে পৌঁছে গেল গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খেতাব ধরে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগোল তারা। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবৌতে লিভারপুলের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ ১-০ গোলে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে জয়ের ব্যবধান ৬-২। তাতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন করিম বেঞ্জেমারা (Karim Benzama)। এই নিয়ে পরপর তিন বার লিভারপুলের (Liverpool) চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন চুরমার করে দিল রিয়াল মাদ্রিদ। বের্নাবৌতে ৯০ মিনিট ধরে দুটো দলই গোলের অসংখ্য সুযোগ মিস করেছে। তাতেও জয় পেতে বেশি বেগ পেতে হয়নি রিয়ালকে। প্রথম লেগের ম্যাচ লিভারপুলের মাঠে ৫-২ গোলে জিতে কাজ সেরেই রেখেছিল তারা। বুধবার নিজেদের মাঠে বাকি কাজটা সারলেন বেঞ্জেমা। তাঁর একমাত্র গোলে শেষ আটের পথ পাকা হয়েছে। ম্যাচের বিস্তারিত TV9 Banglaর এই প্রতিবেদনে।

২০২০-২১ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে লিভারলুরকে ছিটকে দিয়েছিল রিয়াল। পরের মরসুমে দুটি দল ফাইনালে ওঠে। সে বার ট্রফির খুব কাছে গেলেও খেতাব যায় রিয়ালের ঝুলিতে। এ বার শেষ ষোলোর গণ্ডি থেকেই ভার্জিল ভ্যান ডাইক, মহম্মদ সালাহ, ডারউইন নুনিয়েজদের একরাশ হতাশা উপহার দিল রিয়াল। বুধবারের ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ৩০০তম ম্যাচ। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন তাদেরই ঝুলিতে। চ্যাম্পিয়ন্স লিগে ৩০০ ম্যাচের গণ্ডি অন্য কোনও দল ছুঁতে পারেনি। শেষ আটের পথ পাকা করার পাশাপাশি টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়নরা অনবদ্য রেকর্ডও গড়ে ফেলল।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্কোরলাইন দেখা গেল রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। সে বারও ১-০ ব্যবধানে লিভারপুলকে হারিয়ে দেয় রিয়াল। গোল করেছিলেন ভিনিশিয়াস জুনিয়র। এ বার নিজে গোল না করলেও বেঞ্জেমাকে দিয়ে করালেন। ম্যাচের ৭৮ মিনিট নাগাদ ভিনিশিয়াস ভারসাম্য হারিয়ে বক্সে পড়ে যেতে যেতে পাস বাড়ান বেঞ্জেমাকে। বাকি কাজটা করতে সময় লাগেনি বেঞ্জেমার। লিভারপুলের বিরুদ্ধে এই নিয়ে সাতটি গোল করলেন বেঞ্জেমা। ক্লাবটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল। এ বার চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ১৩টি গোল করে ফেললেন ফরাসি স্ট্রাইকার।

ঠিক একই সময়ে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে রিয়ালের সঙ্গী হয়েছে নাপোলি। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জিতেছে সিরি আ-র দলটি। চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩-এ রিয়াল ও নাপোলি ছাড়া বাকি দলগুলি হল বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান ও ইন্টার মিলান।