UEFA Champions League: অঘটনের হার রিয়ালের

১৯৯৭ সালে মল্ডোভার ক্লাব শেরিফ তিরাসপোলের পত্তন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে শাখতার ডোনেৎস্ককে হারানোর পর এ বার রিয়াল মাদ্রিদকেও হারাল শেরিফ। ২ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ টেবিলের শীর্ষে শেরিফ। রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

UEFA Champions League: অঘটনের হার রিয়ালের
রিয়ালকে হারিয়ে চমকে দিল শেরিফ। ছবি- টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 29, 2021 | 3:36 PM

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) অঘটন। ঘরের মাঠে হার রিয়াল মাদ্রিদের (Real Madrid)। মল্ডোভার (Moldova) ক্লাব শেরিফ তিরাসপোলের কাছে হেরে গেল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল শেরিফ। গ্রুপ পর্বের ম্যাচ হেরে বিপাকে করিম বেঞ্জেমারা।

খেলার ২৫ মিনিটে জাসুরবেকের গোলে এগিয়ে যায় শেরিফ। খেলার গতির বিরুদ্ধে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জাসুরবেক। গোল পরিশোধের লক্ষ্যে শেরিফের বক্সে আক্রমণ চালালেও প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকেই মাঠ ছাড়েন বেঞ্জেমারা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ফরাসি সুপারস্টার। তবে ১-১ ম্যাচও শেষ পর্যন্ত নিজেদের দখলে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৮৯ মিনিটে লুক্সেমবার্গের সেবাস্টিয়েন থিল হাফভলিতে গোল করে শেরিফকে মূল্যবান ৩ পয়েন্ট ঘরে এনে দেন।

 

 

ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখেও জিততে পারল না রিয়াল মাদ্রিদ। গোল লক্ষ্য করে ১১টা শট নেয় কার্লো আন্সেলোত্তির দল। ম্যাচ হেরে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচ জয়ের জন্য আমরা সবকিছুই করেছি। শুধু গোলটাই পাইনি। চিন্তার থেকেও আমরা হতাশ। ভালো ফুটবল খেলেও হেরে গেলাম। দল ভালো খেলেছে।’

১৯৯৭ সালে মল্ডোভার ক্লাব শেরিফ তিরাসপোলের পত্তন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে শাখতার ডোনেৎস্ককে হারানোর পর এ বার রিয়াল মাদ্রিদকেও হারাল শেরিফ। ২ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ টেবিলের শীর্ষে শেরিফ। রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

 

আরও পড়ুন: Lionel Messi: ধীরে ধীরে পুরনো মেসিকে ফিরে পাচ্ছেন মেসি!