Lionel Messi: ধীরে ধীরে পুরনো মেসিকে ফিরে পাচ্ছেন মেসি!
কী বলেছেন মেসি? ফুটবল জাদুকরের কথায়, 'দারুণ প্রতিপক্ষের বিরুদ্ধে একটা দুরন্ত ম্যাচ খেললাম। আমাদের দিক থেকে দেখলে, ব্রুগের বিরুদ্ধে ১-১ ড্র হওয়ার পর এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেই ম্যাচে গোল করতে পেরে খুউব ভালো লাগছে।'
প্যারিস: বার্সেলোনা (FC Barcelona) ছেড়ে প্যারিস সাঁ জাঁ-য় (PSG) পা রেখেছেন অনেক আগেই। কিন্তু তাঁর পায়ে গোলের ঝলক ছিল না। অঙ্কের হিসেব ধরলে ২৬৩ মিনিট গোলশূন্য ছিলেন তিনি। সেই লিওনেল মেসি (Lionel Messi) ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক প্রতিপক্ষের সামনে গোল পেলেন। গুরু পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় পর্বে প্রথম গোল তৃপ্তির সাগরে ভাসিয়ে দিয়েছে মেসিকে।
কী বলেছেন মেসি? ফুটবল জাদুকরের কথায়, ‘দারুণ প্রতিপক্ষের বিরুদ্ধে একটা দুরন্ত ম্যাচ খেললাম। আমাদের দিক থেকে দেখলে, ব্রুগের বিরুদ্ধে ১-১ ড্র হওয়ার পর এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেই ম্যাচে গোল করতে পেরে খুউব ভালো লাগছে।’
ঘরে ফেরা রোনাল্ডো প্রথম ম্যাচেই জ্বালিয়ে দিয়েছিলেন গোলের আগুন। সিআর সেভেনের প্রতিপক্ষ ধরা হয় যাঁকে, সেই মেসি কবে ক্লাব ফুটবলে তাঁর প্রথম গোল করবেন, তা নিয়ে আলোচনা কম ছিল না। তার মধ্যে আবার মেসির হাঁটুর চোট কিছুটা হলেও বিপর্যস্ত করে ফেলেছিল। সিটির বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা, তা নিয়েও ছিল চর্চা। কোচ মোরিসিও পোচেত্তিনি সে সংশয় উড়িয়ে দিয়ে বলেছিলেন, মেসি মাঠে ফিরছেন।
জার্সি নাম্বার পাল্টে গিয়েছে। কিন্তু মেসি যে পাল্টাননি, সেটাই দেখা গেল গুরু গুয়ার্দিওলার বিরুদ্ধে। মেসি ম্যাচের পর বলেছেন, ‘সাম্প্রতিক হিসেব ধরলে, আমি খুব বেশি ম্যাচ এই মাঠে খেলিনি। একটাই মাত্র ম্যাচ খেলেছি। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি নিজেকে। ধীরে ধীরে পরিবেশের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পাচ্ছি। আসল হল, একটা ম্যাচ জেতা, জয়ের মধ্যে থাকা।’
পিএসজিতে মেসি পাশে পেয়েছেন নেইমারকে। তবু নতুন ক্লাবের নতুন সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে তাঁর। যা নিয়ে মেসি বলেছেন, ‘এক একটা ম্যাচ খেলেছি আর আমাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে হবে। খেলার মানও বাড়াতে হবে। সিটি গতবারের ফাইনাল খেলা টিম। তাদের বিরুদ্ধে আমরা দারুণ একটা ম্যাচ জিতেছি। এই ধারাটাই এগিয়ে নিয়ে যেতে চাই।’
আরও পড়ুন: UEFA Champions League: কবিতার শহরে মেসি ম্যাজিক শুরু