Cristiano Ronaldo: পর্তুগালের এখনও বড় ভরসা, রোনাল্ডোতে আস্থা রাখলেন কোচ
Portugal: ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা পর্বের জন্য টিম ঘোষণা করলেন পর্তুগালের নতুন কোচ। প্রত্যাশা মতোই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টিমে রেখেছেন তিনি।
লিসবন: কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। বিশ্বকাপের সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ওপর প্রত্যাশা ছিল পর্তুগালের। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তবুও তাঁর উপরেই ভরসা রাখছেন কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে (2024 Euro Qualifiers) পর্তুগালের হয়ে আবার মাঠে নামতে চলেছেন তিনি। রোনাল্ডো ছাড়াও আরও কয়েকজন ফুটবলারের উপরে ভরসা রেখেছেন কোচ মার্টিনেজ। এই কোয়ালিফায়ারে লিচেনস্টাইন এবং লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। এই দুই ম্যাচের প্রস্তুতি এখন থেকেই সেরে নিচ্ছেন মার্টিনেজ। ইতিমধ্যেই সম্ভাব্য প্লেয়ারদের তালিকাও সামনে এসেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla র এই প্রতিবেদনে।
গত বিশ্বকাপ মোটেই ভালো যায়নি সিআর সেভেনের। শেষ দুটি ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চ রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন ফেরান্দো স্যান্টোস। রোনাল্ডোকে টিমে না রাখার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছিল স্যান্টোসকে। বিশ্বকাপের পর চাকরিও খোয়াতে হয়েছিল তাঁকে। কিন্তু পর্তুগালের নতুন কোচের মুখে শোনা গেল অন্য সুর। প্রসংশা করেছেন রোনাল্ডোর। যোগ্যতা পর্বে পর্তুগালে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে নতুন কোচ বলেন, “রোনাল্ডো দায়বদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। ওর মতো অভিজ্ঞ প্লেয়ার সবসময়ই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স কোনও ব্যাপার না। বয়স বা অন্য কোনো বিষয় নিয়ে আমি ভাবছি না। আমার কাছে ফুটবলের যোগ্যতাই আসল।” রোনাল্ডো ছাড়াও দিয়েগো ওটার উপরেও আস্থা রাখছেন কোচ মার্টিনেজ। পর্তুগালের হয়ে এই দু’জন যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তা নিয়ে নিশ্চিত নতুন কোচ। এই দু’জন ছাড়াও পেপেকেও দলে রেখেছেন কোচ। পর্তুগালের হয়ে ১৩৩ টি ম্যাচ খেলেছেন পেপে। পাশাপাশি ইউনিয়ন বার্লিন ডিফেন্ডার দিওগো লেটেকেও দলে রেখেছেন কোচ মার্টিনেজ।
বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন রোনাল্ডো। এই দলের হয়ে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন সিআর সেভেন। যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। ২০০৩ সালে ১৮ বছরে বয়সে পর্তুগালের হয়ে খেলতে শুরু করেছিলেন রোনাল্ডো। তারপর কেটে গিয়েছে দুই যুগ। আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি গোলের রয়েছে তাঁর নামে। ১৯০-এরও বেশি ম্যাচে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
??? ?????? ????. ⚡?? Senhoras e senhores, estes são os eleitos de Roberto Martínez para os próximos jogos ? #VesteABandeira pic.twitter.com/gS1r0cuhYH
— Portugal (@selecaoportugal) March 17, 2023
পর্তুগাল দল
গোলরক্ষক: দিয়োগো কোসটা, ওসে সা, রুই প্যাত্রিসিও
ডিফেন্ডার: জোয়াও কান্সেলো, পেপে, রুবেন দিয়াস, অ্যান্টোনিও সিলভা, গন্সালো ইনাসিও, দিয়োগো লেটে, রাফায়েল গুয়েরিও, দিয়োগো দালোট, দানিলো পেরেরা এবং নুনো মেন্দেস।
মিডফিল্ডার: বার্নার্ড সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, ওয়াও মারিও, ওটাভিও মন্টেইরো, ভিটিনহা, ওয়াও পালহিনহা, রুবেন নেভেস এবং ম্যাথিউ নুনেজ।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গন্সালো রামোস, ওয়াও ফেলিক্স, রাফায়েল লিও, দিয়োগো ওটা।