AFC CUP : জয়ের পর কি বললেন কৃষ্ণা?
ম্যাচে প্রথম গোল করা রয় কৃষ্ণার দাবি, "কঠিন পরিস্থিতিতে আমরা ম্যাচ জিতেছি। বেঙ্গালুরু এফসি যথেষ্ট শক্তিশালী দল। তাঁদের হারানো মোটেও সহজ কাজ ছিল না।"
মালেঃ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ার পর কোনওরকম উচ্ছ্বাস নেই এটিকে মোহনবাগানের এক নম্বর তারকা রয় কৃষ্ণার। বরং ম্যাচ জয়ের পর থেকেই পরের ম্যাচ নিয়ে শুরু হয়ে গিয়েছে ভাবনা চিন্তা। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার বেঙ্গালুরু এফসিকে হারাল এটিকে মোহনবাগান। ৬ মাস ৯দিন পর দ্বিতীয়বার মুখোমুখি হল দুই দল। আর দ্বিতীয়বারও জয়ের মুখ দেখল হাবাসের দল।
ম্যাচে প্রথম গোল করা রয় কৃষ্ণার দাবি, “কঠিন পরিস্থিতিতে আমরা ম্যাচ জিতেছি। বেঙ্গালুরু এফসি যথেষ্ট শক্তিশালী দল। তাঁদের হারানো মোটেও সহজ কাজ ছিল না।” কাগজে কলমে সত্যিই তো ভারতের অন্যতম সেরা দল এই বেঙ্গালুরু এফসি। তাঁদের বিরুদ্ধে এই জয় তো আলাদা আত্মবিশ্বাস জোগাবেই।
রয় কৃষ্ণা অবশ্য বেঙ্গালুরু বধ নিয়ে আবেগে ভাসতে নারাজ। বরং এখন থেকেই নজর পরের ম্যাচে। ম্যাচ জয়ের পর রয় কৃষ্ণা জানালেন, “এখনও দুটো ম্যাচ বাকি। আর সেই দুটো ম্যাচ জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আগামি শনিবার মলদ্বীপের মেজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামবে টিম এটিকে মোহনবাগান। তারপর ২৪ তারিখ সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা। ম্যাচের ক্লান্তি কাটিয়ে এবার পরের ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়তে মরিয়া হাবাসের দল।