Sandesh Jhingan: কাফ মাসেলের চোটে অপেক্ষা বাড়ল সন্দেশের

রবিবার ক্রোট ক্লাবের হয়ে তাঁর অভিষেকের কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেল।

Sandesh Jhingan: কাফ মাসেলের চোটে অপেক্ষা বাড়ল সন্দেশের
Sandesh Jhingan: কাফ মাসেলের চোটে অপেক্ষা বাড়ল সন্দেশের

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 22, 2021 | 2:46 PM

সিবেনিক: এখন ক্রোয়েশিয়ার (Croatia) টপ ডিভিশন লিগে অভিষেক হচ্ছে না সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan)। কাফ মাসেলের চোটে আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে ভারতীয় তারকা ডিফেন্ডার। সিবেনিকের (Sibenik) হয়ে অনুশীলনের প্রথম দিনই কাফ মাসেলে চোট পান সন্দেশ। রবিবার ক্রোট ক্লাবের হয়ে তাঁর অভিষেকের কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেল।

এমআরআই রিপোর্টের পর ডাক্তার জানান, আপাতত এক সপ্তাহের বিশ্রামের প্রয়োজন সন্দেশের। তারপরই হয়তো অনুশীলনে ফিরতে পারবেন ভারতীয় ডিফেন্ডার। তবে চোট সারিয়ে কতটা তাড়াতাড়ি ফিরতে পারবেন সন্দেশ সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আশা করা হচ্ছে, ১১ সেপ্টেম্বর ডায়নামো জাগ্রেভের বিরুদ্ধে হয়তো অভিষেক হতে পারে সন্দেশ ঝিঙ্গানের। কাফ মাসেলে তাঁর এই চোট পুরনো নাকি নতুন করে হয়েছে তা অবশ্য এখনই জানা যায়নি।

২৮ বছরের সন্দেশ ঝিঙ্গান দেশের হয়ে ৪২টা ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তাঁর প্রথম দল ইউনাইটেড সিকিম। এরপর স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসিতে খেলেন সন্দেশ। গত বছর সই করেন এটিকে মোহনবাগানে। তবে সেখানে সইয়ের সময়ই জানিয়ে দেওয়া হয়, বিদেশি ক্লাবের অফার থাকলে চুক্তি ভেঙে অন্যত্র যেতে পারেন সন্দেশ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে শ্রী সিমেন্ট