
নয়াদিল্লি: বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। গত বছরের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। এই প্রথম বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন সন্দেশ। ৭ বছর আগে ২০১৪ সালে উদীয়মান ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কার পেয়েছিলেন এই ডিফেন্ডার।
আইএসএল (ISL) এবং আই লিগের (I-league) কোচেদের দেওয়া ভোটের বিচারেই বর্ষসেরা ফুটবলারের তকমা পেলেন সন্দেশ। ২০১৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সন্দেশ। তার মধ্যে রয়েছে ৪টে গোল। ৩ বছর আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ঝিঙ্গান। ২ বছর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে কাতারের বিরুদ্ধে দুরন্ত পারফর্মও করেছিলেন সন্দেশ। জাতীয় দলের হয়ে ৫ বার নেতৃত্ব দিয়েছেন এই ডিফেন্ডার। সম্প্রতি ওমানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচেও দলনায়কের ভূমিকা পালন করেন তিনি। গত বছর অর্জুন পুরস্কার পেয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান।
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন সুরেশ সিং ওয়াংজাম (Suresh Singh Wangjam )। ওমানের বিরুদ্ধে ২২ বছরের সুরেশের জাতীয় দলে অভিষেক হয়। আইএসএলে নজরকাড়া পারফরম্যান্স ছিল বেঙ্গালুরু এফসির এই মিডফিল্ডারের। ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন সুরেশ ওয়াংজাম। তারপর দু বছর ইন্ডিয়ান অ্যারোজে খেলেন তিনি। সিনিয়র টিমের হয়ে ৫টা ম্যাচ খেলেছেন সুরেশ। তার মধ্যে ৩টে ম্যাচ খেলেছেন প্রাক বিশ্বকাপে।
আরও পড়ুন: AIFF Awards: বর্ষসেরা বালা দেবী, সেরা প্রতিভাবান মণীশা কল্যাণ