AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIFF Awards: বর্ষসেরা বালা দেবী, সেরা প্রতিভাবান মণীশা কল্যাণ

২০১৪ আর ২০১৫ সালে টানা দুবার ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ৩১ বছরের বালা দেবী।

AIFF Awards: বর্ষসেরা বালা দেবী, সেরা প্রতিভাবান মণীশা কল্যাণ
সৌজন্যে-রেঞ্জার্স এফ সি টুইটার
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 3:09 PM
Share

নয়াদিল্লি: মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বালা দেবী (Bala Devi)। সেরা প্রতিভাবান ফুটবলারের পুরস্কার পেলেন মণীশা কল্যাণ (Manisha Kalyan)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে এ দিন বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে তৃতীয় বার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন বালা দেবী।

২০১৪ আর ২০১৫ সালে টানা দুবার ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ৩১ বছরের বালা দেবী। স্কটল্যান্ডের ফুটবল ক্লাব রেঞ্জার্সে এখন খেলেন তিনি। ভারতীয় মহিলা ফুটবলে বালা দেবীই প্রথম ইউরোপের কোনও পেশাদার ফুটবল ক্লাবে খেলার সুযোগ পান। ৬ বছর বাদে ফের দেশের সেরা ফুটবলার হয়ে বেশ উচ্ছ্বসিত। বালা দেবী বলেন, ‘এই সম্মান পেয়ে আমি বেশ আপ্লুত। ফেডারেশনকে অশেষ ধন্যবাদ। এই সাফল্যের পিছনে কোচেদের অবদানও অনস্বীকার্য। আমার পরিবার এবং সতীর্থদেরকেও ধন্যবাদ জানাই।’

দেশের সেরা প্রতিভাবান ফুটবলারের পুরস্কার পেয়ে খুশি মণীশা কল্যাণও। তিনি বলেন, ‘এই সম্মান আমাকে আরও উজ্জীবিত করবে। আরও কঠোর পরিশ্রম করতে মানসিক ভাবে তেতে থাকব। আমি নিশ্চিত, আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারব।’

ভারতের হয়ে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে নজর কাড়ার পর ২ বছর আগে সিনিয়র টিমে অভিষেক হয় মণীশার। হংকংয়ের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। গত আই লিগে সেরা প্রতিভাবান ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন মণীশা। গোকুলাম কেরালা এফসিকে আই লিগ জিততেও সাহায্য করেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন: চলতি বছরে এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল