Saudi All-star XI vs PSG, Live streaming: মেসি-রোনাল্ডোর দ্বৈরথ আজ, হাড্ডাহাড্ডি লড়াই কীভাবে দেখবেন?

Lionel Messi vs Cristiano Ronaldo: অপেক্ষার অবসান। আজ, ফের দেখা যাবে ৯০ মিনিটের মহারণ। মুখোমুখি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Saudi All-star XI vs PSG, Live streaming: মেসি-রোনাল্ডোর দ্বৈরথ আজ, হাড্ডাহাড্ডি লড়াই কীভাবে দেখবেন?
মেসি-রোনাল্ডোর দ্বৈরথ আজ, হাড্ডাহাড্ডি লড়াই কীভাবে দেখবেন?Image Credit source: গ্রাফিক্স: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 12:55 PM

রিয়াধ: বর্তমানে ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন ৯০ মিনিটের মহারণে। এটা বলার আর অপেক্ষা রাখে না, কাদের নিয়ে কথা হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ির সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত একটি একাদশ। যে দলকে সৌদি অল স্টার একাদশ বলা হচ্ছে। ওই ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন মেসি এবং রোনাল্ডো। কখন, কোথায়, কীভাবে দেখবেন মেসি-রোনাল্ডোর দ্বৈরথ? জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলা হয়ে ওঠেনি রোনাল্ডোর। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে চাপিয়ে ম্যাচ খেলতে নামবেন। তাও আবার সামনে প্রতিপক্ষ মেসির পিএসজি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও।

সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ কবে হবে?

আজ, ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র প্রীতি ম্যাচ হবে।

কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

ভারতের কোনও টেলিভিশন চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে না। পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।