ISL 2021-22: উপচে পড়া যুবভারতী দেখিয়ে মার্সেলোদের তাতাচ্ছেন মারিও

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 28, 2022 | 5:00 PM

মারিওর কথায়, 'আমাদের দল অনেক জায়গাতেই উন্নতি করছে। আমাদের রক্ষণ সংগঠন ভালো আগের চেয়ে ভালো হয়েছে। আমাদের আরও ধারাল হতে হবে। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।' তিনি আরও বলেন, 'এটিকে মোহনবাগান প্রথম চারের জন্য লড়াই চালাচ্ছে। আমার মনে হয়, ওদের উপরেও একটা চাপ রয়েছে। ডার্বি সব সময়ই ৫-০-৫০।'

ISL 2021-22: উপচে পড়া যুবভারতী দেখিয়ে মার্সেলোদের তাতাচ্ছেন মারিও
ডার্বির প্রস্তুতিতে এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার

Follow Us

ফাতোরদা: ১৩ ম্যাচে ৬টা হার, ৬টা ড্র আর ১টা জয়। ঝুলিতে ৯ পয়েন্ট। লিগ টেবিলে সবার শেষে। এই পরিসংখ্যান নিয়ে শেষ কবে ডার্বি (ISL Derby) খেলতে নেমেছে লাল-হলুদ তা দেখতে ইতিহাসের পাতা ওল্টাতে হবে। বড় ম্যাচের আগে হায়দরাবাদের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদ সমর্থকরাও এই দলকে ঘিরে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। ব্যর্থতার চাদর ছেড়ে বেরোতেই পারছে না এসসি ইস্টবেঙ্গল। মশালের তেজ ক্রমশই ম্রিয়মান। শনিবারের বড় ম্যাচের আগে ফুটবলারদের তাতানোর কাজটা করছেন কোচ মারিও রিভেরা (Mario Rivera)। কলকাতায় কোচিং করানোর সুবাদে ভালোই জানেন এই ম্যাচের গুরুত্ব। যুবভারতীর ডার্বির উপচে পড়া গ্যালারির ভিডিও দেখিয়েই পেরোসেভিচ-মার্সেলোদের উদ্বুদ্ধ করছেন মারিও।

 

আইএসএলে এখনও এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের কাছে শেষ চারটে ডার্বিতেই (আইএসএলে ৩, আই লিগে ১) হেরেছে লাল-হলুদ। টানা পাঁচটা ডার্বিতে জয় পায়নি মশাল বাহিনী। সমস্ত পরিসংখ্যান, হিসেব-নিকেশ পাল্টে দেওয়ার লক্ষ্যে মারিও রিভেরা। দলের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল। হেভিওয়েট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দল সাজাতে একগুচ্ছ পরিকল্পনা করতে হচ্ছে লাল-হলুদের স্প্যানিশ কোচকে। বাগানের আক্রমণ প্রসঙ্গে মারিও বলেন, ‘আইএসএলের অন্যতম সেরা অ্যাটাকিং লাইনআপ। ওদের দৌড় থামাতেই হবে। মাঠে ওদের বেশি জায়গা দিলে চলবে না। টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আমাদের ম্যাচ জিততে হবে।’

 

মারিওর কথায়, ‘আমাদের দল অনেক জায়গাতেই উন্নতি করছে। আমাদের রক্ষণ সংগঠন ভালো আগের চেয়ে ভালো হয়েছে। আমাদের আরও ধারাল হতে হবে। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘এটিকে মোহনবাগান প্রথম চারের জন্য লড়াই চালাচ্ছে। আমার মনে হয়, ওদের উপরেও একটা চাপ রয়েছে। ডার্বি সব সময়ই ৫-০-৫০।’

 

 

 

 

ফ্রান সোতা দলের সঙ্গে অনুশীলন করলেও এখনও ৯০ মিনিট খেলার মতো ফিট নন। বড় ম্যাচে মার্সেলো-পেরোসেভিচ জুটিকে সামনে রেখেই অঙ্ক কষছেন মারিও। হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মার্সেলো রিবেইরো। তবে বড় ম্যাচে শুরু থেকেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে খেলাবেন মারিও। এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে ফিজির তারকা ফুটবলার না খেললে স্বস্তিই পাবেন মারিও। শেষ ৩টে ডার্বিতেই গোল রয়েছে কৃষ্ণার। যদিও এটিকে মোহনবাগানের হুগো বোমাস, লিস্টন কোলাসো, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসের মতো তারকারা আছেন। কাজটা বেশ কঠিন লাল-হলুদের কাছে। বাগানের খেলা বন্ধ করতে ব্লকারে বাড়তি দায়িত্ব নিতে হবে সৌরভ দাস, ড্যারেন সিডুলদের।

 

৪-২-৩-১ ফর্মেশনেই দল সাজাচ্ছেন মারিও। গোলে অরিন্দম। রক্ষণে অঙ্কিত, আদিল, ফ্রাঞ্জো, হীরা। ২ ব্লকার সৌরভ আর সিডুল। মাঝমাঠে রফিক, মহেশ। অ্যাটাকিং মিডফিল্ডে পেরোসেভিচ আর সামনে মার্সেলো। বাগানের মাঝমাঠ আর আক্রমণের যোগাযোগ বন্ধ করাই লক্ষ্য মারিওর। এফসি গোয়ার বিরুদ্ধে রক্ষণ মজবুত করেই ৩ পয়েন্ট এসেছিল। সেই ছকেই বোমাসদের আক্রমণ রুখে বড় ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলতে চান মারিও।

 

 

আরও পড়ুন: ISL 2021-22: ডার্বিতে লড়াই-ই একমাত্র হাতিয়ার লাল-হলুদের

Next Article