ISL 2021-22: ডার্বিতে লড়াই-ই একমাত্র হাতিয়ার লাল-হলুদের

এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার খেলা নিয়ে সংশয় রয়েছে। ফিজিয়ান তারকা ফুটবলার খেলতে না পারলে স্বস্তি মারিওর। ডার্বিতে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রয় কৃষ্ণা। জনি কাউকো কোভিড পজিটিভ হওয়ায় অনিশ্চিত। বোমাসকে রুখতে বাড়তি নজর মারিওর। একই সঙ্গে ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, মনবীরদেরও সামলাতে হবে। ডার্বিতে বাগানের রক্ষণে দেখা যেতে পারে তিরি-সন্দেশ জুটিকে। সন্দেশ ফেরায় সবুজ-মেরুনের রক্ষণও শক্তিশালী হয়েছে। পেরোসেভিচ, মার্সেলোদের কাছে কাজটাও ক্রমশ কঠিন হচ্ছে।

ISL 2021-22: ডার্বিতে লড়াই-ই একমাত্র হাতিয়ার লাল-হলুদের
বড় ম্যাচের প্রস্তুতিতে এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2022 | 8:30 PM

ফাতোরদা: বড় ম্যাচের চার গোল হজম। মনোবলে অনেকটাই ধাক্কা খেয়েছেন অরিন্দম, আদিলরা। সব ভুলে দলকে ডার্বির জন্য তাতাচ্ছেন কোচ মারিও রিভেরা। কলকাতায় কোচিং করানোর সুবাদে ডার্বির গুরুত্ব বোঝেন। ভালোই জানেন, এই একটা ম্যাচ জিতলে সমর্থকদের হিরো হয়ে যাবেন। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলার ফুটেজ দেখেই রণনীতি সাজাচ্ছেন মারিও। গোয়া ম্যাচ জিতে লাল-হলুদকে চলতি আইএসএলে (ISL) প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। ডার্বি জিতে সুপার মারিও হতে চান এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) স্প্যানিশ কোচ। ফ্রান সোতা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও, বড় ম্যাচে শুরু থেকে খেলতে পারবেন না। ফিটনেস সমস্যা রয়েই যাচ্ছে। টমিস্লাভ মার্সেলাকে দ্রুত ফিট করার চেষ্টা চালানো হলেও ডার্বিতে অনিশ্চিত। ফ্রাঞ্জো পর্চে, আদিল খান জুটিকে রক্ষণে রেখেই দল সাজাচ্ছেন মারিও। হীরা মণ্ডল খেলতে পারেন শুরু থেকে। রাইট ব্যাকে অঙ্কিত মুখোপাধ্যায়। রক্ষণের চাপ সামলাতে সামনে জোড়া ডিফেন্সিভ মিডফিল্ডার সৌরভ দাস আর ড্যারেন সিডুল। পেরোসেভিচ-মার্সেলো জুটিকে আক্রমণে রেখেই ছক সাজাচ্ছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। বাকি দুই ফুটবলার সম্ভবত রফিক আর মহেশ।

এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার খেলা নিয়ে সংশয় রয়েছে। ফিজিয়ান তারকা ফুটবলার খেলতে না পারলে স্বস্তি মারিওর। ডার্বিতে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রয় কৃষ্ণা। জনি কাউকো কোভিড পজিটিভ হওয়ায় অনিশ্চিত। বোমাসকে রুখতে বাড়তি নজর মারিওর। একই সঙ্গে ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, মনবীরদেরও সামলাতে হবে। ডার্বিতে বাগানের রক্ষণে দেখা যেতে পারে তিরি-সন্দেশ জুটিকে। সন্দেশ ফেরায় সবুজ-মেরুনের রক্ষণও শক্তিশালী হয়েছে। পেরোসেভিচ, মার্সেলোদের কাছে কাজটাও ক্রমশ কঠিন হচ্ছে।

খাতায় কলমে এটিকে মোহনবাগানের চেয়ে অনেকটাই পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল। শুধু লড়াই চালিয়েই ম্যাচের ফল অন্য রকম করতে পারেন আদিল, হীরা, অরিন্দমরা। চলতি আইএসএলে বেশ কয়েকটা বাজে গোল হজম করেছেন অরিন্দম। বড় ম্যাচের আগে তাঁর ফোকাস বাড়াতে অনুশীলনে বিশেষ দাওয়াইও দিচ্ছেন মারিও। হীরা, অঙ্কিতদের মনে লড়়াইয়ের মন্ত্র ছড়িয়ে দিচ্ছেন লাল-হলুদ কোচ। অসম্ভবকে সম্ভব করতে লড়াই-ই একমাত্র হাতিয়ার এসসি ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন: ISL 2021-22: ডার্বি ঘিরে চার্জড আপ বোমাস-প্রীতমরা