ISL 2021-22: ডার্বি ঘিরে চার্জড আপ বোমাস-প্রীতমরা

হায়দরাবাদের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল ৪-০ গোলে বিধ্বস্ত হলেও বিপক্ষকে সহজ ভাবে দেখছেন না বোমাস। তিনি বলেন, 'ওরা প্রতিশোধ নেওয়ার ইচ্ছাশক্তি নিয়েই মাঠে নামবে। শেষ চারে পৌঁছতে হলে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তাহলেই পয়েন্ট টেবিলে অনেকটা উপরে উঠে আসতে পারব। ওড়িশার বিরুদ্ধে জিততে না পারলেও আমরা প্রচুর গোলের সুযোগ নষ্ট করি। এটাই আমাদের দলের পজিটিভ দিক, আমরা গোলের প্রচুর সুযোগ তৈরি করছি। সেগুলো যাতে কার্যকর করা যায় তার জন্যই অনুশীলনে বিশেষ জোর দিচ্ছি।'

ISL 2021-22: ডার্বি ঘিরে চার্জড আপ বোমাস-প্রীতমরা
হুগো বোমাস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2022 | 6:30 PM

ফাতোরদা: বড় ম্যাচের আবহে ফুটছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কোভিডের কারণে দু’সপ্তাহ ম্যাচের মধ্যে ছিলেন না রয় কৃষ্ণারা (Roy Krishna)। ওড়িশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও এটিকে মোহনবাগানের ফুটবলারদের চেহারায় ক্লান্তি ধরা পড়েছিল। কোভিড ক্লান্তি, ফিটনেসের অভাব দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের মধ্যে। শনিবারের ডার্বি ঘিরে উত্তেজনায় বোমাস, শুভাশিসরা। চোটের কারণে মেগা ডার্বিতে রয় কৃষ্ণার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। আগামিকাল অনুশীলনের পরই বোঝা যাবে ফিজির স্ট্রাইকার খেলতে পারবেন কিনা। কার্ড সমস্যা মিটিয়ে ডার্বিতে ফিরছেন হুগো বোমাস (Hugo Boumous)। দীর্ঘ দিন ম্যাচের মধ্যে না থাকলেও বড় ম্যাচে জ্বলে উঠতে চান বোমাস। বড় ম্যাচের দু’দিন আগে বোমাস বলেন, ‘অন্য বারের চেয়ে এ বারের পরিস্থিতি কিছুটা আলাদা। ফুটবলের পাশাপাশি অন্য দিকেও ফোকাস রাখতে হচ্ছে। বেশ কয়েকদিন অনুশীলনের মধ্যে না থাকায়, এখন রোজই কঠোর অনুশীলন করতে হচ্ছে। ডার্বির গুরুত্ব সব সময় আলাদা। বাড়তি মোটিভেশন দরকার। ম্যাচ জিতবই।’

হায়দরাবাদের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল ৪-০ গোলে বিধ্বস্ত হলেও বিপক্ষকে সহজ ভাবে দেখছেন না বোমাস। তিনি বলেন, ‘ওরা প্রতিশোধ নেওয়ার ইচ্ছাশক্তি নিয়েই মাঠে নামবে। শেষ চারে পৌঁছতে হলে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তাহলেই পয়েন্ট টেবিলে অনেকটা উপরে উঠে আসতে পারব। ওড়িশার বিরুদ্ধে জিততে না পারলেও আমরা প্রচুর গোলের সুযোগ নষ্ট করি। এটাই আমাদের দলের পজিটিভ দিক, আমরা গোলের প্রচুর সুযোগ তৈরি করছি। সেগুলো যাতে কার্যকর করা যায় তার জন্যই অনুশীলনে বিশেষ জোর দিচ্ছি।’

এটিকে মোহনবাগানের অন্যতম অধিনায়ক প্রীতম কোটাল বলেন, ‘আইএসএলে এসসি ইস্টবেঙ্গল আমাদের একবারও হারাতে পারেনি। গত ম্যাচে ওরা হায়দরাবাদের কাছে চার গোল হজম করলেও খাটো করে দেখতে নারাজ। ডার্বির গুরুত্ব সব সময়ই আলাদা। দলের মধ্যে আমার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তাই ভবিষ্যদ্বাণী করা বোকামো। রক্ষণ অক্ষত রাখতে পারলে আমরা ঠিক গোল করব। এই বড় ম্যাচ ঘিরে সমর্থকদের কাছে একটা আলাদা প্রত্যাশা থাকে। লিগ চ্যাম্পিয়ন হলেও যদি ডার্বি জিততে না পারি, সেটা অবশ্যই ঘা দেয়। ফেরান্দোর কোচিং দর্শন আলাদা হওয়ায় সেটা পুরোপুরি কাজে লাগাতে একটু সময় লাগছে।’

এটিকে মোহনবাগানের অপর ডিফেন্ডার শুভাশিস বসু বলেন, ‘যখনই বড় ম্যাচ খেলতে নামি একটা অন্য রকম আবেগ কাজ করে। লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে এই ম্যাচটা জিতলেই প্রথম চারে ঢুকে যাব। তাই আবেগের পাশাপাশি লিগের অঙ্কটাও মাথায় রাখতে হচ্ছে। আমরা অন্যদের তুলনায় কম ম্যাচ খেলায় কিছুটা সুবিধে। লড়াই সব সময়ই কঠিন। আত্মতুষ্টির কোনও জায়গাই নেই।’

আরও পড়ুন: ISL: ডার্বি জিততে পারবে না ইস্টবেঙ্গল: মানালো দিয়াজ