Lionel Messi: কাতারে কি ‘মেসির’ বিশ্বকাপ হতে পারে? নানা নজিরের সামনে…
Qatar World Cup 2022: এ বার মেসির সঙ্গে ফাইনালে এই লড়াইয়ে কিলিয়ান এমবাপে। দু-জনেই পাঁচটি করে গোল করেছেন। ম্যাচও খেলেছেন ছ'টি করে। অ্যাসিস্টের দিক থেকে কিছুটা সুবিধাজনক জায়গায় মেসি।

দোহা : ফুটবল দলগত খেলা। এ সম্পর্কে কোনও সন্দেহ নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই পার্থক্য গড়ে দেন বিশেষ কেউ। ২০১৪’র পর ফের এক বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ট্রফির অপেক্ষায় ৩৬ বছর কেটে গিয়েছে। এ বারও সেই প্রত্যাশা পূরণ হবে কী না নিশ্চিত নয়। টিম গেমেও পার্থক্য় গড়ে দিতে পারেন এমন দক্ষতাও রয়েছে আর্জেন্টিনায়। লিওনেল মেসি। কোনও কোনও বিশ্বকাপে এমন একজন থাকেন। যাঁকে ঘিরে অনেক প্রত্যাশা। আর্জেন্টিনায় লিওনেল মেসি তেমনই একজন। কাতার বিশ্বকাপের শুরুতেই হার। কিছুটা সন্দেহ তৈরি করেছিল এই দলকে নিয়ে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। পরিস্থিতি বদলে গিয়েছে সেই একটা হার থেকে। মেসি কি এ বার শ্রেষ্টত্বের পথে? কেন এমন বলা হচ্ছে। তুলে ধরল TV9Bangla।
লিওনেল মেসির ভাবনায় হয়তো ব্যক্তিগত নজির নেই। তবে অধিনায়ক ভালো পারফরম্যান্স করবেন, বাকি ফুটবলারদের জন্য উদাহরণ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশিত। এখনও অবধি সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন। তাঁর পারফরম্য়ান্সে প্রেরণা নিচ্ছেন দলের বাকিরাও। যে কথাটা বারবার বলতে হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে, মেসি আর একা নন। ৩৫ বছরের লিও মেসির সঙ্গে এখন একঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন। রবিবার বিশ্বকাপের ফাইনাল। সামনে ফ্রান্স। মেসি কি পারবেন হল অব ফেমে নিজের নাম লেখাতে? এই বিশ্বকাপে এখনও অবধি তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়।
লিওনেল মেসির কাছে সুযোগ রয়েছে নজির গড়ার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্টের নজির গড়ার সুযোগ। গোল্ডেন বুট এবং গোল্ডেন বল, দুটোই হয়তো জিততে পারেন। সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে। হাতে গোনা কয়েকজন এই নজিরের খুব কাছে এসেছেন। শেষ বার এই সুযোগের সামনে ছিলেন জার্মানির থমাস মুলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা এবং সবচেয়ে বেশি অ্যাসিস্টও করেছিলেন। তবে অ্যাসিস্টের দিক থেকে কম ম্যাচ খেলে তাঁর চেয়ে এগিয়ে ছিলেন ব্রাজিলের কাকা।
এই নজিরের খুব সামনে ছিলেন লিও মেসির পূর্বসুরি দিয়েগো মারাদোনা। ১৯৮৬ বিশ্বকাপে পাঁচটি গোলের অ্যাসিস্ট করেছিলেন মারাদোনা। অ্যাসিস্ট করেছিলেন পাঁচটি। যদিও সবচেয়ে বেশি গোলের নিরিখে এগিয়ে ছিলেন ইংল্য়ান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। ৬টি গোল করে গোল্ডেন বুট জেতেন লিনেকার। গোল্ডেন বল জেতেন দিয়েগো মারাদোনা।
এ বার মেসির সঙ্গে ফাইনালে এই লড়াইয়ে কিলিয়ান এমবাপে। দু-জনেই পাঁচটি করে গোল করেছেন। ম্যাচও খেলেছেন ছ’টি করে। অ্যাসিস্টের দিক থেকে কিছুটা সুবিধাজনক জায়গায় মেসি। তাঁর মতোই তিনটি করে অ্যাসিস্ট রয়েছে ব্রুনো ফার্নান্ডেজ, হ্যারি কেন, আতোঁয়া গ্রিজম্যানের। যদিও প্রথম দু-জনই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। গ্রিজম্যান ৩টি অ্য়াসিস্ট করলেও গোল করেননি এখনও। গোল এবং অ্যাসিস্ট, এককভাবে শীর্ষ স্থানে থাকার সুযোগ রয়েছে মেসির সামনে। এর জন্য অবশ্য ফাইনালে মেসি ম্যাজিক চাই।
