Jordi Alba: জাতীয় টিম থেকে অবসর খর্দি আলবার
স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন আলবা।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আন্তর্জাতিক ফুটবলকে (International Football) বিদায় জানাতে চলেছেন স্পেনের (Spain) তারকা খর্দি আলবা। এ বার সত্যিই জাতীয় টিম থেকে অবসর নিলেন খর্দি আলবা (Jordi Alba)। ২০১১ সাল থেকে তিনি খেলেছেন স্পেনের হয়ে। ৯২টা ম্যাচে করেছেন ৯টা গোল। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির বিরুদ্ধে গোল করে আলবা জিতিয়েছিলেন স্পেনকে। এ বার আর তাঁকে স্পেনের জার্সিতে দেখা যাবে না। আলবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩৪ বছর বয়সেই জাতীয় দলের হয়ে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন আলবা। স্পেনের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩৪ বছর বয়সে খর্দি আলবা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন। এক চমৎকার সফরের জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ খর্দি।’
স্পেনের ফুটবল ফেডারেশনের X হ্যান্ডেল থেকে তারকা ফুটবলার খর্দি আলবার ফেরালওয়েল হিসেবে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
🫶 @JordiAlba pone fin a una brillante carrera con la @SEFutbol
🏆 Campeón de la Liga de las Naciones 2023 y de la Eurocopa 2012.
👕 𝟵𝟯 veces internacional.
🔴 Eres 𝗵𝗶𝘀𝘁𝗼𝗿𝗶𝗮 𝗱𝗲 𝗹𝗮 𝗦𝗲𝗹𝗲𝗰𝗰𝗶𝗼́𝗻
🙌 ¡𝗚𝗥𝗔𝗖𝗜𝗔𝗦, 𝗝𝗢𝗥𝗗𝗜!
🔗 https://t.co/EMQnCJhelC pic.twitter.com/LDITvQO0Gs
— Selección Española de Fútbol (@SEFutbol) September 1, 2023
স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন আলবা। উল্লেখ্য, জাতীয় দলে তাঁর বিকল্প মনে করা হচ্ছে বার্সেলোনার আলেজান্দ্রো বালদেকে। গত জুন মাসে খর্দি আলবা উয়েফা নেশন্স লিগ জিতেছেন দেশের হয়ে। বর্তমানে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে খেলছেন আলবা। তার আগে লিওনেল মেসির সঙ্গে বার্সোলোনাতে বহু বছর একসঙ্গে খেলেছেন আলবা।





