ESP vs CRC Match Preview: একঝাঁক তরুণ মুখ নিয়ে কাতারে ফিরবে ‘তিকিতাকা’ ম্যাজিক?

ESP vs CRC FIFA world Cup 2022: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি স্পেন ও কোস্টারিকা। একরত্তি মেয়ের মৃত্যু শোক কাটিয়ে কোচ লুইস এনরিকে তারুণ্যে গড়া দল নিয়ে কাতারে এসেছেন।

ESP vs CRC Match Preview: একঝাঁক তরুণ মুখ নিয়ে কাতারে ফিরবে 'তিকিতাকা' ম্যাজিক?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 8:30 AM

দোহা: ২০০৮ সালে ইউরোপ সেরা হয়েছিল স্পেন। দু’বছর পরই ২০১০ সালে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দেশটি। ২০১২ সালে ফের ইউরোপ সেরার মুকুট ওঠে স্পেনের মাথায়। ২০২০ সালে ইউরো কাপের সেমিফাইনাল বাদ দিলে গত এক দশক ধরে ‘লা রোজা’-দের হাতে শুধু ব্যর্থতাই ধরা দিয়েছে। ২০১৪, ২০১৮ সালের পর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফের একবার ভাগ্য নির্ধারণে জন্য মাঠে নামছে স্পেন। প্রথম ম্যাচে জর্ডি আলবা, দানি কার্ভাহাল, আলভারো মোরাতা সমৃদ্ধ স্পেনের প্রতিপক্ষ মধ্য আমেরিকার দল কোস্টারিকা। বিশ্বকাপ স্বপ্নে ডুব দিয়ে একঝাঁক তরুণ ফুটবলার তুলে এনেছেন কোচ লুইস এরনিকে। বড় চমক বছর কুড়ির আনসু ফাতি। অনায়াসে দল থেকে ছেঁটে ফেলেছেন সের্গিও ব়্যামোস, ডেভিড ডি গিয়া-র মতো ফুটবলারদের। গ্রুপ ই-তে এবার স্পেন বেশ কঠিন সঙ্গী পেয়েছে। কোস্টারিকা ছাড়াও রয়েছে জার্মানি ও জাপান।

দলে তরুণদের ছড়াছড়ি থাকলেও অভিজ্ঞতার কমতি নেই। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে জর্ডি আলবা, আলভারো মোরাতা, সের্গিও বুস্কেতসের মতো অভিজ্ঞতায় ভরপুর কিছু সদস্য। সেই তুলনায় মধ্য আমেরিকার দল কোস্টারিকার বেশিরভাগ খেলোয়াড়ের বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই। দলে এমন ১১ জন ফুটবলার রয়েছেন যাঁদের জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই বুধবারের আল থুমামা স্টেডিয়ামে স্পেন ফেভারিট। তবে বিশ্বকাপের মতো মঞ্চে কিছু ভেবে নেওয়াটাই ভুল।

কোস্টারিকার বিরুদ্ধে হেড টু হেডে ঈর্ষণীয় রেকর্ড স্পেনের। মোট তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জয়ী স্পেন। ২০১৭ সালে দুটি দল প্রথমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ৫-০ গোলে অনায়াসে জিতে যায় লা রোজা’রা। কোস্টারিকার বিরুদ্ধে তিনটি ম্যাচে স্পেনের গোল সংখ্যা ৯। অতীতে পাঁচবার ফুটবল বিশ্বকাপে খেলেছে কোস্টারিকা। মাঝে ২০১০ সালে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। যে বছর প্রথমবার বিশ্বকাপ ট্রফি গিয়েছিল স্পেনের ঝুলিতে।

সময়: রাত ৯.৩০টা ভেনু: আল থুমামা স্টেডিয়াম