Mohun Bagan Club: ‘ব্যক্তিগত কারণে’ মোহন-সচিব পদ থেকে হঠাৎ পদত্যাগ সৃঞ্জয়ের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Nov 30, 2021 | 9:08 PM

আইএসএলে পা দেওয়ার পর থেকে বাগানের কিছু বিক্ষুব্ধ সমর্থক ইনভেস্টর এটিকে-কে নিয়ে অখুশি। মোহনবাগানের আগে তাদের নাম জুড়ে যাওয়ায়। ডার্বির দিনও তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনা কি সৃঞ্জয়ের সরে যাওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলেছে? তা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ময়দান।

Mohun Bagan Club: ‘ব্যক্তিগত কারণে’ মোহন-সচিব পদ থেকে হঠাৎ পদত্যাগ সৃঞ্জয়ের
হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত? সৌ: টুইটার

Follow Us

কলকাতা‌: দিন কয়েক আগে কলকাতা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) হারিয়েছে এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan)। দুরন্ত ম্যাচে একবারও লাল-হলুদ ব্রিগেডকে মাথা তুলতে দেয়নি সবুজ-মেরুন টিম। তামাম ভক্তরা যখন ডার্বি জয়ের উৎসবে মেতে, তখনই হঠাৎ সচিব (secretary) থেকে সরলেন সৃঞ্জয় বসু (Srinjoy Bose)। যদিও তাঁর পদত্যাগপত্রে সরে যাওয়ার পিছনে ‘ব্যক্তিগত কারণ’ই উল্লেখ করেছেন।

ঘটনা হল, ৩০ নভেম্বরই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan Club) বর্তমান কমিটির। ক্লাবে নির্বাচনের পর নতুন কমিটি না আসা পর্যন্ত এই কমিটিই কাজ চালাতে পারে। কিন্তু নির্বাচনের উত্তাপ বাড়াতে ইতিমধ্যেই অনেকে নেমে পড়েছেন বাজারে। ‘স্ট্র্যাটেজিক’ কারণে সৃঞ্জয় পদত্যাগপত্র দিলেন কিনা, তা নিয়ে জোর আলোচনা ময়দানে। সরে দাঁড়ালেও সচিবের পদত্যাগপত্র গৃহীত হবে কিনা, তা নিয়ে আলোচনা হবে ২ ডিসেম্বর, কার্যকরী সমিতির সভায়।

পদত্যাগপত্রে সৃঞ্জয় লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে মোহনবাগানের সচিব পদ থেকে অব্যহতি চাইছি। আমি নিজের দায়িত্ব যথাযথ পালন করেছি। আমার দৃঢ় বিশ্বাস, ক্লাব বরাবরের মতো সঠিক পথেই এগিয়ে যাবে। আমার বাবা সত্যসাধন বসু, সদস্য, কমিটির সদস্যদের কাছ থেকে সব রকমের সহযোগিতা পেয়েছি। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে চাই। উনি সব সময় ক্লাবের পাশে থেকেছেন, সাহস দিয়েছেন।’

আইএসএলে পা দেওয়ার পর থেকে বাগানের কিছু বিক্ষুব্ধ সমর্থক ইনভেস্টর এটিকে-কে নিয়ে অখুশি। মোহনবাগানের আগে তাদের নাম জুড়ে যাওয়ায়। ডার্বির দিনও তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনা কি সৃঞ্জয়ের সরে যাওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলেছে? তা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ময়দান।

 

আরও পড়ুন : Ronaldo: মেসির ব্যালন ডি’ওর জেতার দিনে বিতর্কের মুখ রোনাল্ডো

Next Article