Sunil Chhetri Back: ভারতীয় ফুটবলে চমক, অবসর ভেঙে ফিরছেন সুনীল ছেত্রী!

Indian Football: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে খেলছিলেন সুনীল ছেত্রী। আর তাঁকে ছাড়া ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স খুবই হতাশার হয়েছে।

Sunil Chhetri Back: ভারতীয় ফুটবলে চমক, অবসর ভেঙে ফিরছেন সুনীল ছেত্রী!
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 06, 2025 | 10:32 PM

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য বড় চমক। অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কিংবদন্তি সুনীল ছেত্রী। তবে কত ম্যাচের জন্য, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে খেলছিলেন সুনীল ছেত্রী। আর তাঁকে ছাড়া ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স খুবই হতাশার হয়েছে। মানোলো মার্কোয়েজ ভারতীয় দলের কোচ হয়েছেন। একই সঙ্গে তিনি আইএসএলে এফসি গোয়ারও কোচ। জাতীয় দলের হয়ে এখনও সাফল্যের মুখ দেখেননি। সুনীল ছেত্রীকে ফিরিয়ে চাকা ঘোরানোয় নজর!

গত বছর জুনেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুনীল ছেত্রী। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতীয় ফুটবলে তাঁর বিকল্প যে কেউ এখনও তৈরি হয়নি, গত কয়েক মাসে তা পরিষ্কার বোঝা গিয়েছে। একদিকে সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরার খবর ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দুর্দান্ত। তেমনই প্রশ্নও উঠছে, দলের এমনই পরিস্থিতি যে অবসর ভেঙে ফিরতে হচ্ছে সুনীল ছেত্রীকে।

এএফসি এশিয়ান কাপ (২০২৭)-এর যোগ্যতা অর্জনের তৃতীয় পর্বের ম্যাচ রয়েছে মার্চে। বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৫ মার্চ বাংলাদেশ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন হতে চলেছে সুনীল ছেত্রীর। কেরিয়ারে একঝাঁক রেকর্ড, ট্রফি, গোল। কিন্তু এবারের ফেরাটা যেন নতুন প্রজন্মকে প্রেরণা জোগানোর মঞ্চও।