আইএসএল জন্ম দিচ্ছে নতুন তারকার, বলছেন সুনীল

sushovan mukherjee |

Mar 22, 2021 | 7:02 PM

২৫ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে প্রথম ম্যাচ। ২৯ মার্চ ওমানের বিরুদ্ধে খেলা। নিজে খেলতে না পারলেও এশিয়ার দুটো শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলা ভারতের কাছে বড় সুযোগ বলেই মনে করছেন সুনীল।

আইএসএল জন্ম দিচ্ছে নতুন তারকার, বলছেন সুনীল
ছবি-সুনীল ছেত্রীর টুইটার

Follow Us

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জন্য দেশের হয়ে খেলতে পারছেন না তিনি। কিন্তু ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর মন পড়ে রয়েছে টিমের সঙ্গেই। এখন অনেকটাই সুস্থ সুনীল। তিনি খেলতে না পারলেও টিম ভালো খেলবে, এমনই প্রত্যাশা তাঁর।
২৫ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে প্রথম ম্যাচ। ২৯ মার্চ ওমানের বিরুদ্ধে খেলা। দুটো ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে সুনীল বলেছেন, ‘একটা পুরো বছর ভারতীয় টিমের বাইরে থাকা খুবই হতাশার। কিন্তু এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। দুটো অত্যন্ত শক্তিশালী টিমের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। দুর্ভাগ্যবশত আমি এই দুটো ম্যাচ খেলতে পারছি না।’
নিজে খেলতে না পারলেও এশিয়ার দুটো শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলা ভারতের কাছে বড় সুযোগ বলেই মনে করছেন সুনীল। তাঁর কথায়, ‘এশিয়ান ফুটবলে নিজেদের উন্নতি করতে গেলে শক্তিশালী টিমগুলোর সঙ্গে বেশি করে খেলা উচিত। সেই সুযোগ পাওয়া যাচ্ছে। টিম হিসেবে আমরা নিশ্চয় এই সুযোগটা কাজে লাগব। এই রকম অভিজ্ঞতাই কিন্তু শিখতে সাহায্য করে।’

আরও পড়ুন:৫০০ বিদেশি স্বেচ্ছাসেবীকে অলিম্পিকের ‘বিশেষ অনুমতি

করোনার প্রভাব থাকলেও ভারতে চুটিয়ে ফুটবল হচ্ছে। এটা একটা পজিটিভ দিক বলেই মনে করছেন সুনীল। বলেওছেন, ‘পরিস্থিতি বিচার করলে অনেক দেশেই কিন্তু ফুটবল থমকে রয়েছে। তবু এই কঠিন পরিস্থিতিতে আইএসএল হয়েছে। আই লিগ চলছে। এটা অত্যন্ত পজিটিভ দিক।’

আরও পড়ুন:India Vs England 2021: আইপিএলেও ওপেন করবেন, জানিয়ে দিলেন বিরাট

আইএসএল থেকে নতুন নতুন মুখ উঠে আসছে। যাঁরা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন, এমনই মনে হচ্ছে সুনীলের। ‘কঠিন একটা আইএসএল মরসুম কাটালাম। আর তার জন্যই নতুন তারকারা উঠে আসছে। যারা ধারাবাহিক পারফর্ম করেই টিমে সুযোগ পাচ্ছে।’

Next Article