Sunil Chhetri: ‘ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত’, বলছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সুনীল
দেশের মাটিতে শক্তিশালী কাতারের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেনি ব্লু টাইগার্স। ভারত ওই ম্যাচ হারলেও সমর্থন কম পাননি সুনীল-সন্দেশরা। কিংবদন্তি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) সম্প্রতি বলেছেন, ভক্তদের ভালোবাসা এবং মুগ্ধতাই এই খেলাটিকে আরও বিস্ময়কর করে তুলেছে। একই সঙ্গে তিনি জানান, সমর্থকদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে তিনি অভিভূত হয়েছেন।
নয়াদিল্লি: দিন চারেক আগে বিশ্বকাপের বাছাই পর্বে (World Cup Qualifier) কাতারের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরেছে সুনীল ছেত্রীর ভারত। দেশের মাটিতে শক্তিশালী কাতারের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেনি ব্লু টাইগার্স। ভারত ওই ম্যাচ হারলেও সমর্থন কম পাননি সুনীল-সন্দেশরা। কিংবদন্তি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) সম্প্রতি বলেছেন, ভক্তদের ভালোবাসা এবং মুগ্ধতাই এই খেলাটিকে আরও বিস্ময়কর করে তুলেছে। একই সঙ্গে তিনি জানান, সমর্থকদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে তিনি অভিভূত হয়েছেন। আর কী কী বললেন সুনীল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কাতারের কাছে হারের পরই এক বাচ্চা ভক্ত সুনীলের কাছে অটোগ্রাফ ও ছবির আবদার নিয়ে হাজির হয়েছিল। হাসিমুখে সেই আবদার পূরণ করেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল বলেন, ‘আমি ভক্তদের কাছ থেকে যে ধরণের সমর্থন ও ভালোবাসা পেয়েছি তা আমাকে অভিভূত করেছে। এবং এটি গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমি এর প্রতিদান দিতে পারি। অবশ্য এটা সবসময় সম্ভব হয় না। ম্যাচ হারলে সবসময় মনের অবস্থা ঠিক থাকে না। নিরাপত্তার কারণে অনেক সময় পুলিশ থাকতে পারে। ওই রাতে আমি শুধু পুলিশকে অনুরোধ করেছিলাম যে আমি ওই বাচ্চাটির সঙ্গে দেখা করতে চাই। সেটা আমার ঠিক বলে মনে হয়েছিল।’
সুনীল ছেত্রীর কথায়, ‘আমাদের জন্য এটা সহজ। বাস থেকে নেমে শুধু একটা ছবি তুলতে হবে। কিন্তু সমর্থকদের কাছে এটা বড় ব্যাপার। আমি যদি কাউকে খুশি করতে পারি, সেটাই হবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমার সবচেয়ে বড় কাজ। আর আমি সেটা সব সময় করব। তবে সবসময় সকলকে খুশি করা সম্ভব নয়। কিন্তু আমি আনন্দিত যে আমি সেই রাতে ভুবনেশ্বরে ওই বাচ্চাটির মুখে হাসি ফোটাতে পেরেছিলাম।’