ভারত ২ : বাংলাদেশ ০
(সুনীল ছেত্রী ৭৯, ৯০+২)
দোহা: সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবলে (Indian Football) এক প্রজন্মের নাম। যাঁর কাছে বয়স শুধুই সংখ্যা। গোলের খিদে এখনও আগের মতোই। ভারত বিপদে পড়লে ত্রাতা হয়ে ওঠেন সুনীলই। ১৩৫ কোটি ভারতবাসীর আশা ভরসার নাম সুনীল ছেত্রী। বাংলাদেশকে হারানোর দিনে ভারতীয় ফুটবল ইতিহাসে এক অনন্য নজির গড়লেন তিনি। ৩ দশক ধরে জাতীয় দলের জার্সিতে গোল করার রেকর্ড সুনীল ছেত্রীর দখলে। ২০০০-১০, ২০১১-২০, ২০২১-৩০। ২০০৫ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় সুনীল ছেত্রীর। সেই বছরই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এখনও গোল করে চলেছেন ভারতের ক্যাপ্টেন।
??? ???????! ?
Skipper @chetrisunil11 appreciating the love from the fans after another top draw performance! ?
?? ?-? ??#BANIND ⚔️ #WCQ ? #BackTheBlue ? #IndianFootball ⚽ pic.twitter.com/RbHsnxMXxp
— Indian Football Team (@IndianFootball) June 7, 2021
বাংলাদেশ (Bangladesh) কাঁটা সরাতে যখন হাসফাঁস করছেন স্টিম্যাচ, তখনই পরিত্রাতা হয়ে উঠলেন সুনীল ছেত্রী। খেলার ৭৯ মিনিটে কে আশিকের মাপা সেন্টারে হেডে গোল করে ভারতীয় দলকে অক্সিজেন জোগালেন অধিনায়ক। ঠাণ্ডা মাথায় নিখুঁত হেডিং।
টিপিক্যাল সুনীল ছেত্রী। ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ডান পায়ের জোরালো শটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন তিনি। ২ বছর আগে যুবভারতীতে এই বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল স্টিম্যাচের ভারত। এ দিনও ৭৯ মিনিট পর্যন্ত বাংলাদেশের লকগেট খুলতে পারছিলেন না সুনীল-মনবীররা। দ্বিতীয়ার্ধে কে আশিক, ইয়াসির মহম্মদকে নামিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ালেন স্টিম্যাচ। আর তাতেই বাজিমাত। বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ল। সুযোগসন্ধানী সুনীলের লক্ষ্যভেদ।
??????? | ?? ?-? ??
Captain Fantastic with 2⃣ goals as the #BlueTigers ? pick up all 3⃣ against neighbours Bangladesh!
Who else enjoyed that performance from the boys?#BANIND ⚔️ #WCQ ? #BackTheBlue ? #IndianFootball ⚽ pic.twitter.com/rVw2B9Gh9x
— Indian Football Team (@IndianFootball) June 7, 2021
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ভারত। চিংলেনসানার শট গোললাইন সেভ করে বাংলাদেশ। ৬৩ মিনিটে সুনীলের হেড বাইরে যায়। বাকি সময়ে বাংলাদেশের ফুটবলাররা লড়াই চালালেও বল পজেশনে এগিয়ে ছিল ভারতই। এ দিনের জয়ের সুবাদে এএফসি এশিয়ান কাপে যাওয়ার আশা জিইয়ে রাখলেন সুনীল ছেত্রীরা। আফগানিস্তানকে টপকে গ্রুপ টেবিলের ৩ নম্বরে উঠে এল ভারত। ১৫ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবেন সুনীল-সন্দেশরা।
আরও পড়ুন: উইম্বলডনের আগে বার্লিনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা