Sunil Chhetri Sunny Leone : মেসি-রোনাল্ডো নন, সানির হৃদয়ে বাস গোলমেশিন সুনীলের
ইন্টারকন্টিনেন্টাল কাপে দলকে চ্যাম্পিয়ন করার পর সাফ চ্যাম্পিয়নশিপেও সুনীলের ধারাবাহিকতা বজায় রয়েছে। এখনও পর্যন্ত খেলা দুটি ম্যাচেই গোল করেছেন।
কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে তাড়া করছেন সুনীল ছেত্রী! বিশ্বাস না হলেও এটাই সত্যি। সক্রিয় ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক গোল সংখ্যায় এখন দুই মহাতারকার পিছনে ভারতীয় ফুটবলের পোস্টার বয়। ম্যাচ জেতায়, গোল করায় ৩৮ বছরের সুনীলেই ভরসা ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচটিই ধরা যাক। হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে তিনবার বল জড়িয়েছেন। হ্যাটট্রিককারী সুনীলের (Sunil Chettri) চর্চা এখন সর্বত্র। সেই চর্চা পৌঁছে গিয়েছে বিনোদন জগতের অন্দরেও। তবে অভিনেত্রী সানি লিওনের কাছ থেকে সুনীল ছেত্রীর নাম শোনা যাবে, এতটা বোধহয় কেউ আশা করেননি। ইনস্টাগ্রামে Q&A সেশনে অনুরাগীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন সানি (Sunny Leone)। এক অনুরাগী ফুটবল নিয়ে প্রশ্ন করে বসেন। যার পরিপ্রেক্ষিতে সানি যে জবাব দিয়েছেন তাতে বেজায় খুশি দেশের ফুটবলপ্রেমীরা। একইসঙ্গে বিস্মিত তাঁরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ইনস্টাগ্রামে তাঁর ৪০ লাখ ফলোয়ার্সদের মাঝেমধ্যেই প্রশ্নের উত্তর দেন সানি। ফ্যানদের নানা প্রশ্ন থাকে। সিনেমার সংক্রান্ত প্রশ্নই বেশি। থাকে রাজনীতির প্রশ্নও। শুধু সিনেমা বা বিনোদন নয়, বিশ্বজুড়ে ঘটে চলা খবরা খবর নিয়ে সানি যে যথেষ্ট অবগত সেটা তাঁর উত্তরেই স্পষ্ট হয়ে যায়। Q&A সেশন চলাকালীন এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনার পছন্দের ফুটবলার কে, রোনাল্ডো নাকি মেসি?” অপশন যখন দেওয়া রয়েছে তখন সানি দু’জনের মধ্যে একজনকে বেছে নেবেন বলে ভেবেছিলেন ওই ফ্যান। যদিও ফুটবল বিশ্বের এই দুই মহাতারকার মধ্যে একজনকেও বেছে নেননি। অভিনেত্রী প্রশ্নের উত্তর দিয়েছেন সুনীল ছেত্রীর একটি ছবি পোস্ট করে। তাঁর উত্তরে হতবাক ফুটবলপ্রেমীরা। সুনীলকে নিয়ে সানির প্রতিক্রিয়া ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্টারকন্টিনেন্টাল কাপে দলকে চ্যাম্পিয়ন করার পর সাফ চ্যাম্পিয়নশিপেও সুনীলের ধারাবাহিকতা বজায় রয়েছে। এখনও পর্যন্ত খেলা দুটি ম্যাচেই গোল করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলন। গতকাল নেপালের বিরুদ্ধে একটি গোল করেছেন। তাঁর গোলসংখ্যা এখন ৯১। যে দুর্দান্ত ফর্মে রয়েছেন সুনীল, তাতে ১০০-র গণ্ডি পার হতে বেশি সময় লাগার কথা নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর ভারতও পেয়ে যাবে একশো গোলের মালিককে।