AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: অশান্তি, বিতর্ক ভুলে সুপার কাপে মন দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ

EB, Super Cup 2025: ডুরান্ড কাপ আর শিল্ডে ট্রফি হাতছাড়া হয়েছে লাল-হলুদের। অতীত ভুলে সুপার কাপকে পাখির চোখ করছে ব্রুজো। ট্রফি খরা ঘোচাতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ। এখানে চ্যাম্পিয়ন হলেই মিলবে এসিএল ২-র প্লে অফে খেলার সুযোগ।

East Bengal: অশান্তি, বিতর্ক ভুলে সুপার কাপে মন দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ
অশান্তি, বিতর্ক ভুলে সুপার কাপে মন দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচImage Credit: East Bengal X
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 3:43 PM
Share

ব্যাম্বোলিম: টুর্নামেন্ট শুরুর আগেই অন্তর্দ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইস্টবেঙ্গল শিবির। কোচ-গোলকিপার কোচ সংঘাত প্রকাশ্যে আসে। পদত্যাগ করে কলকাতায় ফিরে আসেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। পরিস্থিতি অস্বস্তিকর হলেও দলের ভেতরে তার প্রভাব পড়তে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এমনকি গোয়াতে গিয়েও একাধিক সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। মাঠ সমস্যায় জেরবার লাল-হলুদ। ফেডারেশনের তরফ থেকে নির্ধারিত করে দেওয়া মাঠ একেবারেই পছন্দ হয়নি লাল-হলুদ হেডস্যারের। অনুশীলনের জন্য আলাদা মাঠ ভাড়া করেছে ইস্ট বেঙ্গল। শুক্রবার সকালে সেখানেই ডেম্পো ম্যাচের প্রস্তুতি সারল ইস্টবেঙ্গল। এমনকি গোয়াতে গিয়ে লজিস্টিকস সমস্যার মুখেও পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। ফেডারেশনের তরফ থেকে দলের যাতায়াত বা পানীয় জলের কোনও ব্যবস্থাই করা হয়নি। নিজেদের উদ্যোগেই পুরো বিষয়টা সামলাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শনিবার ব্যাম্বোলিমে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপ আর শিল্ডে ট্রফি হাতছাড়া হয়েছে লাল-হলুদের। অতীত ভুলে সুপার কাপকে পাখির চোখ করছে ব্রুজো। ট্রফি খরা ঘোচাতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ। এখানে চ্যাম্পিয়ন হলেই মিলবে এসিএল ২-র প্লে অফে খেলার সুযোগ। তাই এই টুর্নামেন্ট নিয়ে যেমন সতর্ক টিম, তেমনই কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালাবেন।

সুপার কাপে ৬ বিদেশিকে মাঠে খেলানো যাবে। এই নিয়মের ফায়দা তুলতে চান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ডুরান্ড আর শিল্ড না জেতায় এমনিতেই চাপের মধ্যে আছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। তার মধ্য গোলকিপার কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। সুপার কাপকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবেই দেখছেন অস্কার।

গোয়া চেনা পরিবেশ অস্কারের। গোয়াতে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে অস্কার ব্রুজোর। অন্যদিকে একসময় পাঁচবার আই লিগজয়ী দল ডেম্পোর সেই অতীত আর নেই। জাতীয় স্তরেও সেভাবে দেখা যায় না। গোয়ার ঘরোয়া লিগে অবশ্য নিয়মিত খেলে তারা। এই ডেম্পো আবার বিদেশিহীন দল। ডেম্পোর প্রাক্তন প্লেয়ার সমীর নায়েকের তত্ত্বাবধানে নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি ডেম্পোর ভারতীয় স্কোয়াড।