Mohun Bagan: অধরা সুপার কাপ জয়ের খোঁজে মরিয়া মোহনবাগান
Super Cup 2025: এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-তে ইরানে খেলতে না যাওয়ায় সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পেত্রাতোস, কামিংসদের। শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের অভিমানও দূর হয়েছে। লিগ শুরুর আগে মরসুমের শুরুতেই জাতীয় পর্যায়ের ট্রফি জিতে ভাল শুরু চাইছে সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।

ফাতোরদা: শনিবার কলকাতা ফুটবলে মেগা শো। গোয়ায় শুরু হচ্ছে সুপার কাপ। পর পর দুটো ম্য়াচ খেলতে কলকাতার দুই প্রধানকে। বিকেলে ইস্টবেঙ্গল নামবে ডেম্পোর বিরুদ্ধে। সন্ধেয় সুপার কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগানও। সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। আইএসএলের দল হলেও বিদেশিহীন স্কোয়াড নিয়েই গোয়ায় সুপার কাপ খেলতে এসেছে ক্লিফোর্ড মিরান্ডার দল। প্রতিপক্ষ যেই হোক না কেন আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে মোহনবাগান। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারলেও, শিল্ড ফাইনালে সেই বদলা নিয়েছে হোসে মোলিনার দল। মরসুমে একটা ট্রফি ঢুকে গিয়েছে গঙ্গাপারের ক্লাবে। এবার সুপার কাপে ফোকাস সবুজ-মেরুনের।
৬ বিদেশি সহ পূর্ণ শক্তির দল নিয়েই গোয়ায় সুপার কাপ খেলতে গিয়েছে মোহনবাগান। দলে কোনও চোট আঘাতের সমস্যাও নেই। সুপার কাপ অভিযানের আগে মোলিনা বললেন, ‘মরসুমের শুরুটা আমাদের ভাল হয়নি। শিল্ড চ্যাম্পিয়ন দলের মনোবল বেড়েছে। ছেলেরাও আত্মবিশ্বাসী।। শিল্ডে পরপর কয়েকটি ম্যাচ খেলতে হওয়ায় দলের ফিটনেস সমস্যাও দূর হয়ে গিয়েছে। আমাদের প্রস্তুতিও বেশ ভাল হয়েছে।’ একাদশ তৈরি মোলিনার। তবে পুরো টিম এ বার দেখে নিতে চাইছেন তিনি। যাতে পুরো শক্তি ব্যবহার করতে পারেন।
এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-তে ইরানে খেলতে না যাওয়ায় সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পেত্রাতোস, কামিংসদের। শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের অভিমানও দূর হয়েছে। লিগ শুরুর আগে মরসুমের শুরুতেই জাতীয় পর্যায়ের ট্রফি জিতে ভাল শুরু চাইছে সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। দেশের সমস্ত ট্রফি জিতলেও সুপার কাপ এখনও জেতেনি মোহনবাগান। এবার সেই অধরা স্বপ্নই পূরণ করতে চায় সবুজ-মেরুন।
