Super Cup 2025: সুপার কাপ শুরুর দিন জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

AFC Asian Challenge League: টানা দ্বিতীয়বার আইএসএল লিগ শিল্ড জয়ের রেকর্ড গড়েছে মোহনবাগান। প্রথম টিম হিসেবে এই নজির। গত বার আইএসএল লিগ শিল্ড জিতলেও নকআউট ট্রফি আসেনি। এ বার জোড়া ট্রফিতেই নজর। গত বার বাংলা ফুটবলের জন্য দুর্দান্ত কেটেছিল।

Super Cup 2025: সুপার কাপ শুরুর দিন জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
Image Credit source: ISL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 06, 2025 | 6:41 PM

ইন্ডিয়ান সুপার লিগ চলছে। লিগ পর্বের খেলা শেষের দিকে। এরপর প্লে-অফ। ইতিমধ্যেই আইএসএলের লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। গতবারও তারাই লিগ শিল্ড জিতেছিল। টানা দ্বিতীয়বার আইএসএল লিগ শিল্ড জয়ের রেকর্ড গড়েছে মোহনবাগান। প্রথম টিম হিসেবে এই নজির। গত বার আইএসএল লিগ শিল্ড জিতলেও নকআউট ট্রফি আসেনি। এ বার জোড়া ট্রফিতেই নজর। গত বার বাংলা ফুটবলের জন্য দুর্দান্ত কেটেছিল। মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের মাঝে দীর্ঘ ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। সেটি ছিল সুপার কাপ। টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

সুপার কাপের পঞ্চম সংস্করণ শুরু হবে ২১ এপ্রিল। ভুবনেশ্বরে হবে টুর্নামেন্ট। ইন্ডিয়ান সুপার লিগের ১৩টি এবং আই লিগের তিনটি ক্লাব খেলবে এই নকআউট টুর্নামেন্টে। ২০১৮ সালে শুরু হয় সুপার কাপ। সববারই আইএসএলের টিমই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালে সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। ২০১৯ সালে এই টুর্নামেন্ট জেতে এফসি গোয়া। কোভিডের জন্য মাঝে দু-বছর এই প্রতিযোগিতা হয়নি। ২০২৩ সালে ওড়িশা এফসি চ্যাম্পিয়ন হয়। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ইস্টবেঙ্গল।

গত বার সুপার কাপ জিতে একদিকে যেমন ১২ বছরের সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল, তেমনই এএফসি চ্যালেঞ্জ কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছিল। এ বারও যে টিম জিতবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। আইএসএলে প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। তাদের নজরে সুপার কাপ দখলে রাখা।