Indian Football: অক্টোবরে শুরু সুপার কাপ! বিশেষ কমিটি গঠন ফেডারেশনের

Indian Football News: ভারতীয় ফুটবলের নতুন কমার্শিয়াল পার্টনার কোন সংস্থা হবে, তা ঠিক হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। দরপত্র তোলার প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। ভারতীয় ফুটবল মরসুম নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

Indian Football: অক্টোবরে শুরু সুপার কাপ! বিশেষ কমিটি গঠন ফেডারেশনের
Image Credit source: AIFF

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2025 | 4:03 PM

কলকাতা: ভারতীয় ফুটবলের জট কাটাতে সুপ্রিম নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কমার্শিয়াল পার্টনারের জন্য দরপত্র তোলার জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শনিবার রাতে ভার্চুয়ালি (ভিডিয়ো কনফারেন্সে) বৈঠকে বসে ফেডারেশনের কার্যকরী কমিটি। এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের দীর্ঘ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বরে। ভারতীয় ফুটবলের নতুন কমার্শিয়াল পার্টনার কোন সংস্থা হবে, তা ঠিক হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। দরপত্র তোলার প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। ভারতীয় ফুটবল মরসুম নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

বিড প্রক্রিয়াটি খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি। এর পোশাকি নাম বিড এভালুয়েশন কমিটি। এই কমিটিকে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল. নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কেসাভারন মুরুগাসু আর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

ফেডারেশন আর এফএসডিএলের চুক্তি নবীকরণ বিষয়টি দেখতে গত এপ্রিলেই বিশেষ টাস্ক ফোর্স কমিটি গঠন করেছিল ফেডারেশন। টেন্ডার কমিটি হিসেবে সেই সদস্যরা কাজ চালিয়ে যাবেন।

এরই সঙ্গে সুপার কাপ নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঠিক হয়েছে, ২৫ অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হবে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ভারতীয় ফুটবল প্রেমীরা অপেক্ষায় ইন্ডিয়ান সুপার লিগের জট কত তাড়াতাড়ি কাটে। তার প্রক্রিয়া কিছুটা হলেও এগলো বলা যায়। যদিও এই প্রক্রিয়া ঠিক কতদিনে সম্পূর্ণ হবে এবং আইএসএল নিয়ে চিত্র পরিষ্কার হবে, তারই অপেক্ষা।