FIFA Women’s World Cup: জাপানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে সুইডেন, সামনে স্পেন
আমেরিকার পর এ বার জাপান... পরপর দুই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের (FIFA Women's World Cup) সেমিফাইনালে পৌঁছে গেল সুইডেন (Sweden)।

অকল্যান্ড: আমেরিকার পর এ বার জাপান… পরপর দুই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের (FIFA Women’s World Cup) সেমিফাইনালে পৌঁছে গেল সুইডেন (Sweden)। আজ, শুক্রবার ১১ অগস্ট অকল্যান্ডের ইডেন পার্কে জাপানের (Japan) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেমেছিল সুইডিশরা। বল দখলের লড়াই থেকে পাস সবেতেই দুই দল একে অপরকে টেক্কা দিচ্ছিল। কিন্তু ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ আটের লড়াইয়ে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল সুইডেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি জাপান। উল্টে ম্যাচের ৩২ মিনিটে গোল করে সুইডেনকে এগিয়ে দেন অ্যামান্ডা ইলেস্টেড। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক জাপানের ডি বক্সে ঢোকার পর এক এক করে প্রথমে তিনবার শট নেন সুইডেনের ফুটবলাররা। যদিও সেই তিনটি শট জাপানের রক্ষণের কাছে আটকে যায়। কিন্তু চতুর্থ বার আর শট মিস করেননি অ্যামান্ডা ইলেস্টেড। এটি অ্যামান্ডার চলতি বিশ্বকাপে করা চতুর্থ গোল। অ্যামান্ডার গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে শেষ করে সুইডেন।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর, ৫১ মিনিটে দ্বিতীয় গোলটি পায় সুইডেন। ভিএআরের মাধ্যমে পেনাল্টি পাওয়ার পর সুইডেনকে ২-০ এগিয়ে দেন ফিলিপা অ্যাঞ্জেলডাল। এরপর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিল জাপানও। তবে দুর্ভাগ্যবশত গোল করতে পারেননি জাপানি স্ট্রাইকার রিকো উয়েকি। এরপর ৮৭ মিনিটে দশ গজ দূর থেকে নেওয়া হানোকা হায়াশির নিচু শট জড়িয়ে যায় সুইডেনের জালে। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে গোল ব্যবধান কমাতে পারলেও সমতা ফেরাতে পারেনি জাপান।
That WINNING Feeling! 🔥#SWE | #FIFAWWC pic.twitter.com/ePGg1j0Voa
— Svensk Fotboll (@svenskfotboll) August 11, 2023
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকাকে হারানোর ৫ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে দিল সুইডিশরা। এ বার সেমিফাইনালে সুইডেনের সামনে রয়েছে স্পেন। আজ, দিনের প্রথম ম্যাচে (প্রথম কোয়ার্টার ফাইনালে) ডাচদের ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্পেন। মেয়েদের বিশ্বকাপে সুইডেন সবচেয়ে ভালো ফল করেছিল ২০০৩ সালে। সে বার সুইডিশরা দ্বিতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল। সেমিতে এ বার তাদের সামনে প্রথম বার শেষ চারে ওঠা স্পেন। সুইডেনের কাছে জাপান হেরে যাওয়ার পর এ বারের মহিলাদের বিশ্বকাপে আর কোনও চ্যাম্পিয়ন দল রইল না। ফলে এ বারের বিশ্বকাপ থেকে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। উল্লেখ্য, স্পেন বনাম সুইডেনের প্রথম সেমিফাইনাল হবে ১৫ অগস্ট, দুপুর ১.৩০ মিনিটে। মহিলাদের বিশ্বকাপের ফাইনাল হবে ২০ অগস্ট।





