AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোগবা-মাতাদের সঙ্গে ওয়ার্কলোড নিয়ে বৈঠক ফিফা প্রেসিডেন্টের

দু'বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার কারণেই কি ওই বৈঠক? প্লেয়ারদের মানসিকতা বোঝার চেষ্টা করল ফিফা?

পোগবা-মাতাদের সঙ্গে ওয়ার্কলোড নিয়ে বৈঠক ফিফা প্রেসিডেন্টের
পোগবা-মাতাদের সঙ্গে ওয়ার্কলোড নিয়ে বৈঠক ফিফা প্রেসিডেন্টের (PIC Courtesy - Henry Winter Twitter)
| Edited By: | Updated on: Jan 21, 2022 | 4:00 PM
Share

লন্ডন: আন্তর্জাতিক ক্যালেন্ডার বদল ও প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) প্লেয়ারদের সঙ্গে বসলেন ফিফার (FIFA) প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। ওই সভায় হাজির ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) পল পোগবাও। জুয়ান মাতা, ইংল্যান্ডের মহিলা ফুটবলার লুসি ব্রোঞ্জ, স্টেফ হাউটন। যাঁরা ইংল্যান্ডের পেশার ফুটবল সংস্থার গভর্নিং বডিতে আছেন। ফিফার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আর্সেন ওয়েঙ্গারও ছিলেন ওই বৈঠকে। দেশ ও ক্লাবের হয়ে সারা বছর প্রচুর ম্যাচ খেলতে হয় ফুটবলারদের। যা নিয়ে বেশ কিছু দিন ধরেই সোচ্চার ইউরোপের নানা দেশের ফুটবলাররা। পোগবাদের কথা শোনার জন্যই ডাকা হয় ওই সভা।

আরও একটা কারণ থাকছে ওই বৈঠকের পিছনে। এই বছরের কাতার বিশ্বকাপের পর দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার কথা ভাবছে ফিফা। ফুটবলারদের উপর যা আরও চাপ বাড়াতে পারে। ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবল নিয়ে কথা বলতে হলে প্লেয়ারদের ভূমিকাকে গুরুত্ব দিতেই হবে। আর সেই কারণেই আন্তর্জাতিক ক্যালেন্ডার, প্লেয়ারদের ওয়ার্কলোড, ফিফা যে সব টুর্নামেন্ট আয়োজন করতে চায়, তা নিয়ে কথা বলতেই হবে। আর সেই কারণেই প্লেয়ারদের যত্ন নেওয়া দরকার। ওদের বাঁচাতেই হবে। সেই কারণেই ওদের সঙ্গে সরাসরি কথা বলার দরকার ছিল।’

দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার কারণেই কি ওই বৈঠক? প্লেয়ারদের মানসিকতা বোঝার চেষ্টা করল ফিফা? ইনফান্তিনো অবশ্য বলছেন, ‘ফিফার দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার ভাবনা নিয়ে ওদের সঙ্গে খুব বেশি কথা হয়নি। কারণ, এই সভায় জোর দেওয়া হয়েছিল আন্তর্জাতিক ক্যালেন্ডার নিয়ে। ক্লাব আর জাতীয় দলের মধ্যে যাতে আরও ভালো সমন্বয়সাধন হয়, সেই চেষ্টাই চলছে। সেই সঙ্গে প্লেয়ারদের যাতে আমরা ভালো মাঠ, পরিকাঠামো দিতে পারি, তা নিয়েও আলোচনা করা হয়েছে।’