Spain Kiss Scandal: চুমু বিতর্কে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট, দিলেন হুঁশিয়ারি
FIFA President Infantino: চুমু বিতর্কে জেরবার ফিফা। এতটাই মুখ পুড়েছে যে, এ বার মুখ খুলতে বাধ্য হলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। কী বললেন তিনি?

প্যারিস: চুমু বিতর্কে এ বার মুখ খুললেন ফিফা (FIFA) প্রেসিডেন্ট। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন স্পেন। পুরস্কার মঞ্চে স্প্যানিশ ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস চুমু খেয়েছিলেন জেনি হার্মোসোকে। যা নিয়ে এখনও চলছে বিতর্ক। বিতর্ক মেটাতে তিন মাসের জন্য নির্বাসিত করা হয়েছে রুবাইয়ালেসকে। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এমন অস্বস্তিকর পরিস্থিতি কখনও তৈরি হয়নি। মেয়েদের ফুটবলকে (Women’s World Cup 2023) বিশ্ব ধরবারে তুলে ধরার চেষ্টা করছে ফিফা। কিন্তু এ বারের বিশ্বকাপে যা ঘটেছে, তাতে মুখ পুড়েছে ফিফারও। যা একেবারেই মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। তবে এই চুমু বিতর্ক নিয়ে তোলপাড় চললেও এতদিন মুখ খোলেননি তিনি। এ বার কি বাধ্য হলেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘একটা টিম দুরন্ত ভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর চমৎকার সেলিব্রেশন হওয়ার কথা ছিল। কিন্তু ফাইনালের শেষ বাঁশির পর যা হয়েছে, তাতে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এতেই শেষ নয়, পরের ক’টা দিন যা হয়েছে, এমনটা হওয়া একেবারেই উচিত ছিল না।’
রুবিয়ালসের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কর্তারা খুব শিগিগিরই বসবেন। তিন মাসের নির্বাসনের মেয়াদ বাড়তে পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে আরও কখনও নাও দেখা যেতে পারে। ইনফান্তিনোর কথায়, ‘ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি সঙ্গে সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছে। পদক্ষেপও নিয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটি পরবর্তী কাজ নিজেদের নিয়ম অনুযায়ী এগিয়ে নিয়ে যাবে।’
চুমু বিতর্কের জের এখনও থামেনি। স্পেনের জাতীয় টিমের ৮০জন ফুটবলার প্রতিবাদে সামিল হয়েছে। ফুটবল ফেডারেশনের প্রসিডেন্টকে না সরানো পর্যন্ত তাঁরা নিজেদের সিদ্ধান্ত অনড় থাকবেন, তাও জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে, তা ভালোই বুঝতে পারছেন ফিফা প্রেসিডেন্ট। সেই কারণে কড়া বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘মেয়েদের এবং মেয়েদের ফুটবলকে ভবিষ্যতে আমরা কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাতেই ফোকাস করেছি। মাঠে ও মাঠের বাইরে যাতে ওদের পাশে থাকতে পারি। তাদের চমৎকার পারফরম্যান্সকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি মূল্যবোধকেও সম্মান জানাতে হবে।’





