Tottenham Hotspur: ইউরোপা লিগের ম্যাচের আগেই করোনার হানা টটেনহ্যাম শিবিরে

ব্রাইটন, লেস্টার সিটি, লিভারপুল, ওয়েস্ট হ্যামের মতো দলগুলির বিরুদ্ধে খেলতে হবে কন্তের দলকে। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে হবে টটেনহ্যামকে। এই অবস্থায় কোনও ফুটবলারের করোনা সংক্রমিত হওয়া মানে, ১০ দিন তাঁকে পাওয়া যাবে না। যদিও চূড়ান্ত আরটি-পিসিআর (RT PCR) টেস্টের চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি।

Tottenham Hotspur: ইউরোপা লিগের ম্যাচের আগেই করোনার হানা টটেনহ্যাম শিবিরে
টটেনহ্যাম হটস্পার। ছবি: টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 08, 2021 | 9:45 AM

টটেনহ্যাম: ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই করোনার হানা টটেনহ্যাম (Tottenham Hotspur) শিবিরে। আজ রাতে রেনের বিরুদ্ধে ইউরোপা লিগের (Europa League) গ্রুপ পর্বের ম্যাচের আগেই চিন্তায় ঘুম উড়েছে অ্যান্তোনিও কন্তের (Antonio Conte)। আশঙ্কা করা হচ্ছে করোনা সংক্রমিত টটেনহ্যামের প্রাথমিক দলের ৬ ফুটবলার। এছাড়াও ২ সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের এমনই খবর।

আজ রাতের ম্যাচের পরও ঠাসা সূচি রয়েছে টটেনহ্যামের। ব্রাইটন, লেস্টার সিটি, লিভারপুল, ওয়েস্ট হ্যামের মতো দলগুলির বিরুদ্ধে খেলতে হবে কন্তের দলকে। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে হবে টটেনহ্যামকে। এই অবস্থায় কোনও ফুটবলারের করোনা সংক্রমিত হওয়া মানে, ১০ দিন তাঁকে পাওয়া যাবে না। যদিও চূড়ান্ত আরটি-পিসিআর (RT PCR) টেস্টের চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি।

উয়েফার (UEFA) নিয়ম অনুযায়ী, কোনও টিমের যদি প্লেয়ার্স লিস্টে ১৩ জনের কম ফুটবলার থাকে অথবা কোনও গোলকিপারের রেজিস্ট্রেশন না হয়ে থাকলে সেই দল মাঠে নামতে পারবে না। ম্যাচ বাতিল হয়ে যায়। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে কমপক্ষে টিম লিস্টে ১৪ জন ফুটবলার প্রয়োজন। গত সোমবারই প্রিমিয়ার লিগের তরফ থেকে সরকারি ভাবে জানানো হয়, টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ১২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুন: Hardik Pandya:টেস্ট থেকে অবসর নিতে পারেন হার্দিক? গুঞ্জন তুঙ্গে