EPL: কন্তেকে ছেঁটে ফেলল হ্যারি কেনের দল
Antonio Conte: এ বার সরাসরি কন্তেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট।
লন্ডন: টানা ব্যর্থতার জের। টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কোচের পদ থেকে বরখাস্ত করা হল অ্যান্তোনিও কন্তে (Antonio Conte)। প্রিমিয়ার লিগে (Premier League) এ বছর একেবারেই ছন্দে দেখা যায়নি হ্যারি কেনদের। লিগ টেবলের চার নম্বরে থাকলেও টেবল টপার আর্সেনালের চেয়ে অনেক পয়েন্ট পিছনে টটেনহ্যাম। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে টটেনহ্যাম। কয়েকদিন আগেও সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ ড্র করে স্পার্স। এমনিতেও ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে ইতালিয়ান কোচের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ বার সরাসরি কন্তেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট। দেড় বছর টটেনহ্যামে কোচিং করিয়েছেন অ্যান্তোনিও কন্তে। এ বছর প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ৯টা ম্যাচে হেরেছে টটেনহ্যাম। চারটেতে ড্র করেছে স্পার্স। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছে। এফএ কাপেও শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যায় স্পার্স। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
প্রিমিয়ার লিগে এখনও ১০ ম্যাচ বাকি আছে। ম্যানেজমেন্টের আশা, নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়াবে দল। ২০২১ সালের নভেম্বরে নুনো স্যান্টোর জায়গায় টটেনহ্যামের কোচের দায়িত্বে এসেছিলেন কন্তে। এর আগে চেলসি, জুভেন্তাস, ইন্টার মিলানকে খেতাব জেতান ইতালিয়ান কোচ। কন্তের অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হলেন ক্রিশ্চিয়ান স্টেলিনি। এর আগে ইন্টার মিলানেও কন্তের সহকারী হিসেবে কাজ করেন স্টেলিনি। আপাতত তিনিই হ্যারি কেনদের সামলাবেন। বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ জুলিয়ান নাগেলসম্যান টটেনহ্যামের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
স্পার্সের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেন, ‘আমাদের এখনও ১০টা প্রিমিয়ার লিগের ম্যাচ বাকি আছে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রথম চারে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে চাই। আমাদের নতুন ভাবে শুরু করতে হবে। সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া। আমাদের প্রথম চারে থাকতেই হবে। সমর্থকদের পাশে থাকা দরকার।’
সাউদাম্পটন ম্যাচে ৩-১ এগিয়ে থাকার পর ৩-৩ ড্র করে টটেনহ্যাম। এরপর বিস্ফোরক মন্তব্য করেন অ্যান্তোনিও কন্তে। দলের ফুটবলারদের দিকে আঙুল তোলেন। কয়েকজনকে স্বার্থপর বলেন কন্তে। ইতালিয়ান কোচের বিস্ফোরক মন্তব্যের পরই তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট।