মুম্বই: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) আগেই বিরাট ধাক্কা ভারতীয় টিমে (Indian Women’s Football Team)। করোনায় আক্রান্ত হয়ে পড়লেন ভারতীয় টিমের দুই সদস্য। তবে তাঁরা ফুটবলার কিনা, তা অবশ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, ওই দুই সদসক্যের একজন ফুটবলার। যাঁর আবার প্রথম একাদশে থাকার কথা। ওই দুই সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে আয়োজক দেশ হিসেবে টিমে করোনা ঢুকে পড়ায় কিছু হলেও চাপে রয়েছে ভারত। নভি মুম্বইয়ে বৃহস্পতিবারই যাত্রা শুরু করতে চলেছে থমাস ডিনার্বির (Thomas Dennerby) ভারতীয় টিম। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। টুর্নামেন্টের যা সূচি, তাতে ভারতের নক আউট যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশালতা দেবী, অদিতি চৌহানরা ইরানের বিরুদ্ধে নামার আগেই এক ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়াটা বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে। ইরানের মতো লড়াকু টিমের বিরুদ্ধে জেতাটাই লক্ষ্য। কিন্তু প্রথম দলের এক ফুটবলার আক্রান্ত হয়ে পড়ায় স্ট্র্যাটেজি পাল্টাতে হচ্ছে ভারতীয় কোচকে।
Two members of the Indian Women’s Senior National Team for the AFC Women’s Asian Cup India 2022 have tested positive for COVID-19, and are currently in isolation at a designated medical care facility. (1/2)
— Indian Football Team (@IndianFootball) January 19, 2022
আই লিগে করোনা ঢুকে পড়ায় তা মাঝপথে বন্ধ করতে হয়েছে। আইএসএলও রীতিমতো লড়াই করছে করোনার বিরুদ্ধে। এএফসি এশিয়ান কাপ ঘিরে আশঙ্কা ছিল শুরু থেকে। বিশেষ করে ওমিক্রনের দাপটে করোনার তৃতীয় ঢেউ সামলাতে শুরু থেকে লড়াই করছে মুম্বই। ওই শহরই আশালতাদের ‘ঘর’। যে কারণে ভারতীয় টিম কোচি থেকে মুম্বইয়ে পা দেওয়ার পর থেকে বাড়তি সতর্কতা রাখা হয়েছিল। যাতে কোনও ভাবেই করোনা ছোবল মারতে না পারে। তাতেও শেষ রক্ষ হল না।
ফেডারেশনের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘ভারতীয় টিমের দুই সদস্য করোনা সংক্রমিত। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি টিম যাতে সুরক্ষিত ও নিরাপদে থাকে, তার সব রকম চেষ্টা করা হচ্ছে।’ যাই বলা হোক না কেন, দুই সদস্যের করোনা আক্রান্ত হয়ে পড়া বেশ চাপে ফেলে দিয়েছে ডিনার্বির টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন: PV Sindhu: ফোর্বসের আয়ের তালিকায় সাতে ভারতের সিন্ধু