মেসির ডেরায় মস্তানি এমবাপের
১৯৯৭ সালের পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনও অ্যাওয়ে দলের ফুটবলার হ্যাটট্রিক করলেন
বার্সেলোনা: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার (Barcelona)। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) ঘরের মাঠে নেইমারহীন পিএসজির (PSG) কাছে দুরমুশ হলেন মেসিরা। শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে প্যারিস সাঁ জাঁ-র কাছে ৪-১ গোলে হারল বার্সা। ফরাসি স্ট্রাইকার এমবাপের হ্যাটট্রিকে চূর্ণ কাতালান ক্লাব। ন্যু ক্যাম্পে এগিয়ে গিয়েও ৪ গোল হজম করল বার্সেলোনা।
? BOOM! GOAL BARÇA! LEO #MESSI FROM THE PENALTY SPOT! 1-0! #BarçaPSG pic.twitter.com/uU0eScuaYZ
— FC Barcelona (@FCBarcelona) February 16, 2021
খেলার ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে শুরুতে এগিয়ে দেন লিওনেল মেসি। তখনও বোঝা যায়নি বার্সার রাতটা দুঃস্বপ্নের হতে চলেছে। গোল হজমের ৫ মিনিট বাদেই সমতায় ফেরে প্যারিস সাঁ জাঁ। ৩২ মিনিটে এমবাপের গোল করে খেলার ফল ১-১ করেন।
প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ১-১ গোলেই। ৬৫ মিনিটে ফের গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ৭০ মিনিটে ব্যবধান ৩-১ করেন ময়েস কিন। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপে। বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফরাসি স্ট্রাইকার।
FULL-TIME: FC Barcelona 1️⃣-4️⃣ Paris Saint-Germain ?@KMbappe ⚽️⚽️⚽️ Moise Kean ⚽️
That was a SENSATIONAL performance at the Camp Nou! #UCL | #FCBPSG pic.twitter.com/klLpJs3sIQ
— Paris Saint-Germain (@PSG_English) February 16, 2021
১৯৯৭ সালের পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনও অ্যাওয়ে দলের ফুটবলার হ্যাটট্রিক করলেন। সে বার বার্সার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ডায়নামো কিয়েভের ইউক্রেনিয়ান ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কো। ৪ বছর আগে ন্যু ক্যাম্পে বার্সার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারিস সাঁ জাঁ। এমবাপের দাপুটে পারফরম্যান্সের সুবাদে এ দিন তারই বদলা নিল পিএসজি। ২০ মার্চ পিএসজির বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ খেলবেন মেসিরা।