ম্যারাথন টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়া রিয়াল

May 27, 2021 | 12:51 PM

পেনাল্টি শুট আউটে বাজিমাত ভিয়া রিয়ালের। ২১টি শটের পর নিষ্পত্তি হল খেলার। ১১-১০ এ ম্যান ইউকে হারিয়ে খেতাব জিতে নেয় স্প্যানিশ দলটি।

ম্যারাথন টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়া রিয়াল
ম্যারাথন টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়া রিয়াল

Follow Us

গাদানেঁস্ক: ফুটবল ইতিহাসে নাম লেখাল ভিয়া রিয়াল (Villarreal)। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদের ভিড়ে স্প্যানিশ ফুটবলে (Spanish Football) কখনই নাম করে উঠতে পারেনি ভিয়া রিয়াল। কোনও দিন মেজর ট্রফি জেতা হয়নি। ১৯৭০ সালে লা-লিগায় (La Liga) একবার তৃতীয় হয়েছিল। সেটাই ছিল এতদিনের সেরা প্রাপ্তি। তবে বুধবারের রাতের পর প্রাপ্তির ভান্ডার একটু হলেও পূর্ণ হল। প্রথমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন (UEFA Europa League) ভিয়া রিয়াল। ম্যারাথন টাইব্রেকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) হারিয়ে প্রথম কোনও মেজর ট্রফি জিতল ভিয়া রিয়াল।

নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। মেগা ফাইনালে ২৯ মিনিটে মোরেনোর গোলে শুরুতে এগিয়ে যায় ভিয়া রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে এডিনসন কাভানির গোলে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১২০ মিনিট ম্যাচের ফল অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে বাজিমাত ভিয়া রিয়ালের। ২১টি শটের পর নিষ্পত্তি হল খেলার। ১১-১০ এ ম্যান ইউকে হারিয়ে খেতাব জিতে নেয় স্প্যানিশ দলটি। ম্যারাথন টাইব্রেকারে ভিয়া রিয়ালের ১১ জন ফুটবলারই গোল করেন। ম্যাঞ্চেস্টারের স্প্যানিশ গোলকিপার ডেভিড ডে গিয়ার শট রুখে দেন ভিয়া রিয়ালের গোলকিপার। আর তারপরই উচ্ছ্বাসের বাধ ভাঙে ভিয়া রিয়ালের ফুটবলারদের। অন্য দিকে ম্যান ইউ শিবিরে তখন শ্মশানের নিস্তব্ধতা। গত ৪ বছরে রেড ডেভিলসদের কোনও ট্রফি নেই। ট্রফি খরা অব্যাহত ম্যান ইউয়ের।

উনাই এমেরি এই নিয়ে চারবার ইউরোপা লিগ জিতলেন। ভিয়া রিয়ালের কোচিংয়ে এসে তাদেরকেও খেতাব দিলেন। পেনাল্টি শুট আউটে ভিয়া রিয়ালের ১১ জন ফুটবলারই গোল করেন। ম্যাচের পর অবশ্য এমেরি জানান, টাইব্রেকারের জন্য আলাদা ভাবে কোনও অনুশীলন করাননি। ম্যারাথন টাইব্রেকার জিতে বুধবারের রাত রঙিন করে রাখলেন ভিয়া রিয়ালের ফুটবলাররা।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন জিদান?

Next Article