রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন জিদান?
কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন জিদান (Zinedine Zidane)। তিনি নাকি তাঁর দলের ছেলেদের জানিয়ে দিয়েছিলেন রিয়াল ছাড়ার কথা। কিন্তু পরে জিদান বলেন, পুরোটাই গুজব। আবার জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও ২০২২ সাল পর্যন্ত জিদানের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে।
মাদ্রিদ: জিনেদিন জিদানের (Zinedine Zidane) রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়ার জল্পনা অনেক দিন ধরেই চলছিল। এ বার সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুসারে, পদত্যাগ করতে চলেছেন রিয়াল কোচ। এই মরসুমে রিয়ালকে লা লিগা জেতাতে পারেননি জিদান। এর আগে কিন্তু রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন জিদান। এই মরসুমে কিন্তু খালি হাতেই রয়েছে জিদান।
Real Madrid and Zinedine Zidane will both publish an official statement in the next hours/days to announce that they’re parting ways. Zidane is 100% leaving. ⚪️⏳ #Real
Real Madrid are in direct contact with Allegri since March but he’s now in talks with Juventus and Inter too.
— Fabrizio Romano (@FabrizioRomano) May 26, 2021
ইতালির (Italy) ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইটারে জিদানের রিয়াল ছাড়ার খবর জানান। তিনি জানিয়েছেন, “জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জিদানের রিয়াল ছাড়ার খবর ক্লাব ও জিনেদিন জিদানের তরফ থেকে সরকারিভাবে খুব তাড়াতাড়ি জানানো হবে। হয়তো কয়েক ঘণ্টা বা একদিনের মধ্যেও জানানো হতে পারে।”
কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন জিদান। তিনি নাকি তাঁর দলের ছেলেদের জানিয়ে দিয়েছিলেন রিয়াল ছাড়ার কথা। কিন্তু পরে জিদান বলেন, পুরোটাই গুজব। আবার জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও ২০২২ সাল পর্যন্ত জিদানের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে।
অ্যাথলেটিক বিলবাওকে ১-০ হারানোর পর, জিদান কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন, “আমার মনোযোগ এখন এই মরসুমের ওপরই রয়েছে। একটা ম্যাচ এখনো আমাদের হাতে আছে, যে ম্যাচে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমি এখন শুধু ওই ম্যাচটা নিয়েই ভাবছি। এরপর কী হবে তা মরসুম শেষেই দেখা যাবে।”